শিরোনাম :
পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন
‘সুরক্ষিত ভবিষ্যৎ অন্বেষণে, ক্রেডিট ইউনিয়ন’ প্রতিপাদ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় আটঘরিয়ায় পালিত হলো ৭০ তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস।
১৮ অক্টোবর (বৃহস্পতিবার), পাবনা সিরাজগঞ্জ ক্লাস্টার অধিভুক্ত ক্রেডিট ইউনিয়নের সদস্য প্রতিনিধির অংশগ্রহণে আটঘরিয়া সরকারি কলেজ মিলনায়তন কক্ষে পাবনা সিরাজগঞ্জ ক্লাস্টার কমিটি এ দিবসের আয়োজন করে। সকাল ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্ালিটি আটঘরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আটঘরিয়া বাজার প্রদক্ষিণ করে।
দিবসের প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় পাবনা সিরাজগঞ্জ ক্লাস্টার সভাপতি কে এম মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র চলন খ অঞ্চলের কালব্ ডিরেক্টর জনাব মো. কুতুব উদ্দিন, বিশেষ অতিথি পাবনা জেলা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, জেলা প্রোগ্রাম অফিসার মো. কুরবান আলী, আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন কমিটির আহ্বায়ক ও ফৈলজানা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গগন রোজারিও, মথুরাপুর খ্রীষ্টান কো-অপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান আভাষ গমেজসহ বিভিন্ন ক্রেডিটের চেয়ারম্যান ও সুধীজন।
প্রধান অতিথি বলেন, প্রয়াত ফাদার চার্লস ইয়াং বাংলাদেশে ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করে গেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে তা আজ সর্বেোত্র ছড়িয়ে পড়েছে। সুরক্ষিত ভবিষ্যৎ আনয়নে ক্রেডিট ইউনিয়নের ভূমিকা অনেক বেশি। কেবল ঋণ দেওয়া ও নেওয়াই এর মূললক্ষ্য না হয়ে ক্রেডিট ইউনিয়ন সুরক্ষিত ভবিষ্যতের নিশ্চয়তা দিয়ে থাকে।
সভাপতি মাহফুজুল হক বলেন, ক্রেডিট ইউনিয়নের সঞ্চয়ের বিকল্প নেই। জীবনের যেকোনো প্রয়োজনেই অর্থের প্রয়োজন। ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন তথা জীবন মানের উন্নয়ন হচ্ছে। তাই সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে ক্রেডিট ইউনিয়নের গুরুত্ব অপরিসীম।
আলোচনাসভায় আরো বক্তৃতা করেন মথুরাপুর ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন, গুল্টা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নিখিল খা খা তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন প্রমুখ।
ডিসিনিউজ/আরবি.কেকা. ১৯ অক্টোবর ২০১৮