ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পালক-পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পালক-পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
187
Exif_JPEG_420

ডিসিনিউজ ।। নিউজডেস্ক

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গত ২০ মে শনিবার, ময়মনসিংহ জেলায় কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে ‘পালক-পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়।

সকাল- ১০:০০ টা থেকে ২.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালয় সভাপতিত্ব করেন ট্রাস্টের ট্রাস্টি ও সচিব মিঃ নির্মল রোজারিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান, এমপি, গেস্ট অব অনার ছিলেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ পনেন পল কুবি, সিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব জুয়েল আরেং, এমপি।

Exif_JPEG_420

কর্মশালায় খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সম্পর্কে এবং কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্যের উপর স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি ও সচিব মিঃ নির্মল রোজারিও। ‘আন্তধর্মীয় সম্প্রীতি ও সহবস্থান গড়ে তুলতে পালক-পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা ও করণীয়’ বিষয়বস্তুর উপর বক্তব্য রাখেন ফাদার অশেষ দিও, এবং ‘বর্তমান প্রেক্ষাপটে খ্রিস্টভক্ত জনগণের আধ্যাত্মিক পরিচর্যায় পালক-পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা ও করণীয়’ শীর্ষক বিষয়স্তুর উপর বক্তব্য রাখেন ব্রাদার এরিক, তেইজে। কর্মশালায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন চার্চের অন্তর্ভুক্ত ১৭০ জন পালক-পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালাটি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার সিমন হাচ্চা। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ট্রাস্টের উপ-পরিচালক জনাব লিন্টাস রক রোজারিও এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন প্রশাসনিক কর্মকর্তা জনাব জন চন্দন মন্ডল ও অফিস সহকারী মিসেস প্রিয়াংকা রেমা।