ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পালক-পুরোহিত ও ব্রতধারী-ব্রতধারিনীগণের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পালক-পুরোহিত ও ব্রতধারী-ব্রতধারিনীগণের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

0
555

ডিসিনিউজ ॥ ঢাকা

পালক-পুরোহিত ও ব্রতধারী-ব্রতধারিনীগণের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

১২ মার্চ, সকাল সাড়ে ৯টায় মোহাম্মদপুর সিবিসিবি সেন্টারে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ও ট্রাস্টি নির্মল রোজারিও’র সভাপতিত্বে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ট্রাস্টি জেমস্ সুব্রত হাজরা, ট্রাস্টি পিউস কস্তা, ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, সিলেটের বিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই, চার্চ অব বাংলাদেশের বিশপ সৌরভ ফলিয়াসহ আরো অনেকে।

কর্মশালায় ঢাকা শহরকেন্দ্রীক বিভিন্ন চার্চের পাল-পুরোহিত, পালক, পাস্টর, ব্রতধারী-ব্রতধারিনী, কাটেখ্রিষ্ট মাস্টার ও চার্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের জনগণের আধ্যাত্মিক পরিচর্যায় তাদের ভূমিকা ও করণীয়, সম্প্রীতি ও সহাবস্থান এবং খ্রিষ্টমন্ডলীর অবস্থান ও উন্নয়নে সঠিক দিক নির্দেশনা এবং বলীয়ান হয়ে উঠতে তিনটি সেশনের আয়োজন করা হয়।

বিশপ বিজয়- আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান গড়ে তুলতে পালক-পুরোহিতগণের ভূমিকা ও করণীয়, বিশপ সৌরভ ফলিয়া- বর্তমান প্রেক্ষাপটে খ্রিষ্টভক্ত জনগণের আধ্যাত্মিক পরিচর্যায় পালক-পুরোহিতগণের ভূমিকা ও করণীয় এবং ড. আলো- বাংলাদেশের খ্রিষ্টমন্ডলী ও বর্তমান উন্নয়ন প্রেক্ষিত নিয়ে আলোচনা করেন।

এ সময় অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে স্বতর্স্ফূতভাবে অংশগ্রহণ করে কর্মশালার বিষয়বস্তুকে আরো বেশি প্রাণবন্ত করে তোলেন।

এ দিন সকালে সভাপতি নির্মল রোজারিও স্বাগত বক্তব্য রেখে কর্মশালার উদ্দেশ্যকে সফল করে তোলার জন্য আহ্বান জানান। তিনি বলেন, এই মুজিব বর্ষে সকল জাতির মানুষ যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সম্প্রীতির বন্ধনে মিলিত হন।

প্রধান অতিথি অতিরক্ত সচিব হামিদ জমাদ্দার খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্দেশ্য সফল করে তোলার জন্য সবাইকে একযোগে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। এ ছাড়াও তিনি আহ্বান জানান, সকল ধর্মের মানুষ যেন তার নিজ ধর্মের মূলবচন, মানব প্রেম বজায় রাখেন এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মানসে এগিয়ে যান।

কর্মশালার শুরুতে ছিল পবিত্র ধর্মগ্রন্থ পাঠ। এ ছাড়াও এদিন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সচিব ও ট্রাস্টি নির্মল রোজারিও’র নেতৃত্বে কর্মশালার সঞ্চালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী লিন্টাস রক রোজারিও।