ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম...

পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস

0
189

ডিসিনিউজ ।। ঢাকা

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তেজগাঁও গির্জায় পালন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস।

১৭ মার্চ, সকাল ৮.৩০ মিনিটে তেজগাঁও গির্জায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিশেষ প্রার্থনানুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মবাষির্কীর পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বি. গমেজ।

খ্রীষ্টযাগে উপস্থিত ছিলেন খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট নির্মল রোজারিও, উপস্থিত ছিলেন এড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট  ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, শিক্ষা সম্পাদক দানিয়েল সিকদার , নির্বাহি সদস্য ভিক্টর রে, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, ডিরেক্টর সুব্রত রিচার্ড রোজারিও, ক্রেডিট কমিটির চেয়ারম্যান বার্নার্ড পংকজ ডি’রোজারিও, সেক্রেটারি মোশী মন্ডল, সদস্য বকুল রোজারিও, সুপারভাইজরি কমিটির সদস্য মারিয়া ডি’কুনা, ঢাকা ক্রেডিটের চীফ অফিসার স্বপন রোজারিও এবং অগণিত খ্রীষ্টভক্তগন।