শিরোনাম :
পাশবই হালনাগাদকরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা”-এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী এবং সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচেছ যে, হিসাবের সত্যতা যাচাই-এর জন্য আপনাদের সকল প্রকার পাশবই ( ক্রেডিট, এইচ ডি এস, সঞ্চয়ী, এসটিডি ও বিভিন্ন মাসিক সঞ্চয় প্র্রকল্প) ১৫ এপ্রিল, ২০২০ খ্রীষ্টাব্দের মধ্যে প্রধান কার্যালয়, সেবাকেন্দ্র বা কালেকশন বুথে জমা প্রদানের মাধ্যমে হালনাগাদ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
উপরোক্ত বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।