শিরোনাম :
পিয়াল এলেক্স-এর সুস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিষ্টযাগ
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের সুপারভাইজারী কমিটির সদস্য বার্ণাড পংকজ রোজারিওর ছেলে পিয়াল এলেক্স রোজারিও দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরে আসায় তেজগাঁও চার্চে ধন্যবাদ খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়।
২৪ জুলাই, সকালে ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি এই ধন্যবাদ খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন।
উল্লেখ্য, পিয়াল কানাডায় পড়াশোনা করছে। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারাত্বকভাবে অসুস্থ হয়ে কানাডার একটি হাসপাতালে ভর্তি হয়। সকলের প্রার্থণার ফলে সে সুস্থ হয়ে বাসায় ফিরে আসে।
এ বিষেশ খ্রিষ্টযাগে ঢাকা ক্রেডিটের মাননীয় প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়াসহ অনান্য কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।