ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা শিল্প-সাহিত্য পিয়াস বিশ্বাসের ছবিতে এশীয় চারুকলা প্রদর্শনী

পিয়াস বিশ্বাসের ছবিতে এশীয় চারুকলা প্রদর্শনী

0
1586
দ্য হর্স' নামের এ ছবিটি এঁকেছেন মঙ্গোলিয়ার শিল্পী এঙ্খবাত এলখাগভাদোর্জ।

ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী।

এতে অংশ নিয়েছেন ৬৮টি দেশ থেকে ২৬৬ জন বিদেশি শিল্পী আর ১৯৯ জন বাংলাদেশি শিল্পী। আছে পেইন্টিং, ভাস্কর্য, আলোকচিত্র, ছাপচিত্র, প্রিন্ট মেকিং, ভিডিও আর্ট, মৃৎশিল্প, পারফরম্যান্স আর্ট, নিউ মিডিয়া ও স্থাপনা শিল্পের কাজ। পিয়াস বিশ্বাসের ক্যামেরায় চিত্রশালার দেশ-বিদেশের কিছু শিল্পকর্ম…

১৮ তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নিচ্ছে ৬৮টি দেশ।
‘বিন্দু বিসর্গ’ গ্যালারিতে বাংলাদেশি শিল্পীদের শিল্পকর্ম উপস্থাপনা।
বিপাশা হায়াতের করা কাজটি দর্শনার্থীদের নজর কেড়েছে।
জাতীয় চিত্রশালার সামনে অস্থায়ী ভাস্কর্য তৈরি করা হয়েছে ১৮তম দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী উপলক্ষে।
প্রদর্শনীতে আছে পেইন্টিং, ভাস্কর্য, আলোকচিত্র, ছাপচিত্র, প্রিন্ট মেকিং, ভিডিও আর্ট, মৃৎশিল্প, পারফরম্যান্স আর্ট, নিউ মিডিয়া ও স্থাপনা শিল্পের কাজ। মৃৎশিল্পের এই কাজটা করেছে বাংলাদেশের এক শিল্পী।
প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ২৬৬ জন বিদেশি শিল্পী আর ১৯৯ জন বাংলাদেশি শিল্পী|
‘বিন্দু বিসর্গ’ গ্যালারিতে স্থান পেয়েছে বাংলাদেশের ১২ জন তরুণ শিল্পীর কাজ। এই পুরো গ্যালারিটি কিউরেটেড প্রজেক্টের অংশ। এর আগে বাংলাদেশে কখনও কিউরেটেড আর্ট প্রদর্শন হয়নি।

 

আরবি.পিবি. ২২ সেপ্টেম্বর ২০১৮