শিরোনাম :
পোশাক কারখানায় আগুন : গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় ইউনিমেক্স টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে কারখানার বয়লার সংলগ্ন ফার্নেস ওয়েলের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাটি পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.আখতারুজ্জমান।
পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, অগ্নিকাণ্ডে কারখানাটির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.আখতারুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ইউনিমেক্স টেক্সটাইল মিলের অ্যাডমিন অফিসার ফারুক জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানায় প্রায় দেড়শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। কারখানায় ছোট-বড় মিলে অন্তত ৪০টি মেশিন রয়েছে।
কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, দুপুরে নতুন বয়লারটি পরীক্ষামূলক চালু করা হয়। এর কিছুক্ষণ পর ফার্নেস ওয়েল থাকা তেলের পাইপে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন বয়লারের আশপাশে ছড়িয়ে পড়ে।