শিরোনাম :
পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আয়োজক কমিটি
পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে পোপের সফরের আয়োজক কমিটি।
২১ নভেম্বর, বেলা ১২টায় কাকরাইল আর্চবিশপ হাউজে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, পোপের সফরের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী ঢাকার সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, সেক্রেটারি ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, মিডিয়া কমিটির আহ্বায়ক ফাদার কমল কোড়াইয়া, মিডিয়া কমিটির সেক্রেটারি ফাদার বুলবুল রিবেরু, বিদেশী সাংবাদিক সমন্বয়কারী ফাদার জর্জ পনোদাত এসজে, নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক কমিটির আহ্বায়ক নির্মল রোজারিওসহ পোপীয় সফরের বিভিন্ন কমিটি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
এ সময় সহকারী বিশপ শরৎ বলেন, ‘এ দেশে আমরা যে এক সাথে শান্তি সম্প্রীতির মাধ্যমে মিলেমিশে বসবাস করি, পুন্যপিতার আগমন তারই একটা স্বীকৃতি এবং সারা বিশ্বে এটা একটা প্রচার। তিনি আমাদের মাঝে আসছেন একজন মানবতার প্রবক্তারুপে। বিভিন্ন দেশের সাংবাদিকরা এদেশে আসবে এবং তাদের সাথে এখানে উপস্থিত সাংবাদিকরা সারা বিশ্বে পোপের এই সফরের বিষয়ে তুলে ধরবেন। পোপ মহোদয়ের সফরকে ঘিরে আমাদের কৃষ্টি আদর্শ সবকিছু যেন গোটা বিশ্বের কাছে তুলে ধরতে পারি এর জন্যই আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি।’
কার্ডিনাল প্যাট্রিক, ‘এখানে সাংবাদিক বন্ধুরা পোপ ফ্রান্সিসের সফর উপলক্ষে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং সহযোগিতা করছেন এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। পোপের আগমনের মাধ্যমে একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে, যা সফল করতে আপনারা সহযোগিতা করবেন বলে আশা করছি। আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং শান্তি রয়েছে তা উদ্যাপন এবং পালন করতে চাই পোপ ফ্রান্সিসের আগমনের মাধ্যমে। পোপের আগমনে একটি শব্দ অনেক বড় হয়ে আসছে, তা হলো সংলাপ। পোপ ফ্রান্সিসের তিন দিনের সফরটি হবে একটি সংলাপের সফর। যে সংলাপটি হবে কৃষ্টির সংলাপ। তার আগমনে আমরা আমাদের সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো।
মতবিনিময় সভায় পোপীয় সফরের বিভিন্ন সময় সূচি এবং কার্যক্রম বিস্তারিত তুলে ধরা হয়। পোপের আগনের পূর্বে বাংলাদেশ সফর উপলক্ষে পোপ ফ্রান্সিস ১৪ নভেম্বর একটি বাণী প্রদান করেন যা এই মতবিনিময় সভার মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান কার্ডিনাল প্যাট্রিক।
এ দিন পোপ ফ্রান্সিসের জীবনীর উপর বাংলায় প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ভিডিও বার্তায় পোপ ফ্রান্সিসের বাণীটি (বাংলায়) এবং তাঁর সফরসূচি তুলে ধরা হলো :
আরবি/আরপি/২১ নভেম্বর, ২০১৭