শিরোনাম :
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে রাজধানী বারিধারায় ভ্যাটিকান দূতাবাসে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের পর তাঁরা ২০ মিনিট একান্ত আলাপ করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও তাঁর স্ত্রী পেপি সিদ্দিক উপস্থিত ছিলেন।
এ সময় সুভেনির হিসেবে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান ও পোপ ফান্সিসকে একটি নৌকা উপহার দেন প্রধানমন্ত্রী।
পরে পোপ ফ্রান্সিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ফটোসেশনে অংশ নেন।
পোপ তিনদিনের সফরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসেন।
আরবি/এসজি/পিবি/১ ডিসেম্বর, ২০১৭