ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা ক্রেডিট

প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা ক্রেডিট

0
911

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা ক্রেডিটের বর্তমান প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা এবং ব্যবস্থাপনা পরিষদসহ ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের বিরুদ্ধে ২৭ ফেব্রুয়ারি আজকের দেশ পত্রিকায় প্রকাশ করা এক মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তিনি ১ মার্চ ওই ভুয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিনুর রহমান বাদশা বরাবর প্রতিবাদলিপি প্রেরণ করেছেন।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন, “২৭ ফেব্রুয়ারি, ২০২১ আজকের দেশ পত্রিকায় ‘ঢাকা ক্রেডিটে পংকজ চক্রের লাগামহীন অনিয়ম দুর্নীতি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ঢাকা ক্রেডিট সংশ্লিষ্ট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”
সমিতির সেক্রেটারি মি: কোড়াইয়া আরো উল্লেখ করেন, “সংবাদটি প্রকাশের পূর্বে প্রতিষ্ঠানের সঠিক তথ্যের জন্য আজকের দেশ পত্রিকার কোনো সংবাদকর্মী আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেননি। শুধু তাই নয়, এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে তথ্য প্রদান করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কল্পনাপ্রসূত, বানোয়াট ও তঞ্চকতামূলক। এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক প্রকাশিত সংবাদের আমরা তিব্র প্রতিবাদ করছি ও নিন্দা জানাচ্ছি।”
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া প্রতিবাদ লিপিতে আরো বলেন, “আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকা ক্রেডিটে কোনো অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি নেই। সমিতির কার্যক্রম সমবায় আইন, বিধিমালা ও সমিতির উপ-আইনের আলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। সমবায় অধিদপ্তর কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে কেন্দ্রীয় সমবায় প্রতিষ্ঠান ‘দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কাল্ব)’ অত্র প্রতিষ্ঠানটি নিয়মিত অডিট করে যাচ্ছে। অডিট রিপোর্ট অনুসারে সমিতিতে অনিয়ম দুর্নীতির কোন বিষয় নেই। সমিতি একটি আর্থিক প্রতিষ্ঠান। কারো হীন স্বার্থ চরিতার্থে মিথ্যা ও দায়িত্বহীন সংবাদ প্রকাশের কারণে সমিতি ক্ষতিগ্রস্থ হয়। তাই সমিতির স্বার্থে এ ধরনের সংবাদ প্রকাশে বিরত থাকতে অনুরোধ করছি।”
তিনি ডিসিনিউজকে বলেন, অতীতেও একটি কুচক্রি মহল এই ধরনের ভুঁইফোঁড়-আন্ডারগ্রাউন্ড পত্রিকায় মিথ্যা সংবাদের মাধ্যমে অপপ্রচার চালিয়েছে এবং ঢাকা ক্রেডিটের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ঢাকা ক্রেডিট তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতে যারা এই ধরনের মিথ্যা সংবাদ ও গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধেও ঢাকা ক্রেডিট আইনগত ব্যবস্থা নিবে।
সমিতির সেক্রেটারি ঢাকা ক্রেডিটের সদস্যদের আহ্বান করে বলেন, ‘আপনারা ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা পরিষদের বিষয়ে কোনো ধরনের মিথ্যা সংবাদ বা গুজবে কান দিবেন না।’