ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ প্রকৃতি কাঁদছে, সজোরে আর্তনাদ করছে : কার্ডিনাল প্যাট্রিক

প্রকৃতি কাঁদছে, সজোরে আর্তনাদ করছে : কার্ডিনাল প্যাট্রিক

0
431

‘যে পৃথিবীতে আমাদের নিবাস, যে এলাকায় আমাদের অবস্থান, যে বসতবাড়িতে আমরা বাস করি সেখানকার প্রকৃতি কত অপব্যবহার ও কত দুর্ব্যবহারে আক্রান্ত! আমাদের আশেপাশের প্রকৃতি আজ চিৎকার করে বিলাপ করছে।’ বলে মন্তব্য করেছেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি।

মৌলভীবাজার লক্ষ্মীপুরে তিনি বিসিএসএম’র জাতীয় ছাত্র সম্মেলনে পরিবেশ নিয়ে এই মন্তব্য করেন। তিনি বিভিন্ন আলোচনায় পরিবেশ নিয়ে বিশ্লেষণ করেন।

তিনি বলেন, ‘প্রকৃতির মধ্যে দেখি বায়ু দূষণ; বন-বৃক্ষ নিধনে বাতাসে কার্বন-ডাই-অক্সাইড; ত্রুটিপূর্ণ ও মাত্রাতিরিক্ত যানবাহন এবং নির্গত হচ্ছে কালো ধোঁয়া। পানি দূষণের ফলে পানীয় জলের অভাব; পানি যতটাই দুর্গন্ধ ততটাই বিবর্ণ; অন্যদিকে গৃহস্থলি বর্জ্য, শিল্প বর্জ্য, মাত্রাতিরিক্ত সার ব্যবহার, জলাবদ্ধতা, প্রয়োজন মতো পয়ঃনিষ্কাশন ও বর্জ্য পরিশোধন ব্যবস্থাপনার অভাবসহ নানাবিধ কারণে প্রতিনিয়ত পানি দূষিত হচ্ছে।’ বলেন কার্ডিনাল প্যাট্রিক।

তিনি পোপ মহোদয়ের উক্তি দিয়ে বলেন, ‘পরিবেশ রক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ নীতি হিসেবে পোপ মহোদয় “সমন্বিত পরিবেশ”, অর্থাৎ পরিবেশকে সামগ্রিক বা অখন্ডভাবে দেখার নীতির বিষয়ে কথা বলেছেন। প্রকৃতি ও পরিবেশকে মানবতা, পরিবার ও নগরায়ন, প্রভৃতি থেকে বিচ্ছিন্ন করে কেবল মাত্র বাসের স্থান বলে বিবেচনা করা যাবে না। “সমন্বিত পরিবেশ” ভাবনা হতে হবে ন্যায়বিচারের নতুন নীতি।

এ ছাড়াও, ‘খাল-বিল-ডোবা-নালা ও জলাশয় দিন দিন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে; ফলে পানি-ধারণের ক্ষমতা ধরণী হারিয়ে ফেলছে; প্রকৃতিতে জীব-বৈচিত্র্য হ্রাস পাচ্ছে; ঘরে-ঘরে, কলকারখানা-প্রতিষ্ঠানে, হাটে-মাঠে-বাজারে, গ্রামে-শহরে নানা উৎসব-অনুষ্ঠানে শব্দ দূষণ; অপরিকল্পিত নগরায়ন, আবাসিক এলাকায় শিল্পের প্রবেশ, সুন্দর বসতবাড়ি বস্তিতে পরিণতি; ঝুঁকিপূর্ণ অভিবাসন ইত্যাদির মধ্যে পরিলক্ষিত হচ্ছে পরিবেশের বিপর্যয়। তাই প্রকৃতি কাঁদছে, সজোরে আর্তনাদ করছে।’ বলে মন্তব্য করেন কার্ডিনাল প্যাট্রিক।

আরবি/আরপি/২ অক্টোবর, ২০১৭