ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ প্রতিবন্ধীদের ৫ শতাংশ কোটার দাবিতে শাহবাগে অবস্থান

প্রতিবন্ধীদের ৫ শতাংশ কোটার দাবিতে শাহবাগে অবস্থান

0
375

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

সংগঠনটির নেতারা বলছেন, সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণের দাবিতে তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এ বিষয়ে ১১ দফা দাবিও তুলে ধরেছেন তারা।

প্রতিবন্ধীদের জন্য ‘বিনাশর্তে’ ৫ শতাংশ কোটা সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি, বিসিএস প্রিলিমিনারি থেকে কোটা কার্যকর, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখা, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিবন্ধীদের মধ্যে থেকে অন্তত একজন প্রতিনিধি রাখা, প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এবং সেই মন্ত্রণালয়ে প্রতিবন্ধীদের মধ্যে থেকে মন্ত্রী নিয়োগ করা, সরকারি চাকরির পরীক্ষায় প্রতিবন্ধীদের জন্য ১০ মিনিট সময় বেশি দেওয়া, প্রতিবন্ধীদের জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করার দাবি অন্যতম।

সরকার কোটা বাতিলের পর মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীরাও কোটা সংরক্ষণের দাবিতে আন্দোলনে নামেন। এত দিন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৪৫ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হতো। বাকি ৫৫ শতাংশ পদে নিয়োগ হতো অগ্রাধিকার কোটায়। ২০১২ সালে অগ্রাধিকার কোটায় কাঙ্ক্ষিত যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেই কোটা থেকে ১ শতাংশ পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু হয়। সবার চাওয়া ছিল, কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দাবিও ছিল কোটা সংস্কার। কিন্তু সংস্কার না করে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ অক্টোবর পুরো কোটাই বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

ডিসিনিউজ/আরবি.পিবি. ১৬ অক্টোবর ২০১৮