শিরোনাম :
প্রথমবারের মতো ভাদুন সফরে কার্ডিনাল প্যাট্রিক
কার্ডিনাল হওয়ার পর প্রথমবারের মতো ভাদুন সফর করলেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসি।
৩০ এপ্রিল (রোববার) ঢাকা মহাধর্মপ্রদেশের ভাদুন কোয়াজি ধর্মপল্লীর প্রতিপালক ‘উত্তম মেষ পালকে’র পর্ব পালিত হয়। পর্বীয় খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ভাতিকানের পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের প্রতিনিধি কার্ডিনাল প্যাট্রিক । তাকে ভাদুনবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কার্ডিনাল হিসেবে দায়িত্বগ্রহণ করার পর এটাই তাঁর প্রথম ভাদুন সফর।
খ্রিষ্টযাগে কার্ডিনালের সহযোগি হিসেবে আরো উপস্থিত ছিলেন কার্ডিনালের সেক্রেটারি ফাদার পেট্রিক শিমন গমেজ, ভাদুন হলিক্রস সেন্টারের পরিচালক ফাদার এলিয়াস পালমা ও ভাদুন কোয়াজি ধর্মপল্লীর পাল-পুরোহিত পরিমল রোজারিও।
খ্রিষ্টযাগে কার্ডিনাল বলেন, “যিশু সব সময় তোমাদের খোঁজ করেন, কারণ তিনি উত্তম মেষ পালক। আমাদের জন্য তিনি সবসময়ই দরজায় দাড়িয়ে থাকেন। কারণ আমাদের যে তার মধ্য দিয়েই যেতে হবে। আর তাঁর এই ভালোবাসার দরজা সবসময়ই আমাদের জন্য খোলা থাকে। তিনি চান না আমরা কেউ হারিয়ে যাই।“
ফাদার পরিমল কার্ডিনালের আগমনে ভাদুনবাসী পরিপক্বতা পেয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা ৩৫০ বছর পর বাংলাদেশ থেকে একজন প্রতিনিধি পেলাম, যা সত্যিই গর্বের ও আনন্দের।
আরবি/আরপি/১ মে, ২০১৭