শিরোনাম :
প্রথম গারো টেলিফিল্ম ‘ডায়েরী’র প্রিমিয়ার শো
গারো ভাষায় গান, মিউজিক ভিডিও, নাটকসহ নানা সৃষ্টিকর্ম তৈরি হলেও এবারই প্রথম নির্মিত হলো টেলিফিল্ম ‘ডায়েরী’। এটাই বাংলাদেশে প্রচলিত গারো আবেং ভাষার প্রথম টেলিফিল্ম।
১৪ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ‘ডায়েরী’র মোড়ক উন্মোচন ও উদ্বোধন করা হয় । অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের সেক্রেটারী ইগ্নাসিউস হেমন্ত কোড়াইয়া ছাড়াও নাট্যজন আমিন আজাদ, আদিবাসী নেত্রী ত্রিপলী দারিং, গারো ক্রেডিটের সেক্রেটারী জর্জ নকরেক, মিস ওয়ানগালা-২০১৬ বিজয়ী দিনিয়া রখো এবং টেলিফিল্মের কলাকুশলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইগ্নাসিউস হেমন্ত কোড়াইয়া কলাকুশলীদের অভিনন্দন জানিয়ে বলেন, খুব চমৎকার কাজ হয়েছে। শিল্পিরা যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন । তবে গারো ভাষার পাশাপাশি বাংলায় অনুবাদ করে দিলে সেটি আরো অর্থবহ এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। তিনি গারো সম্প্রদায়ের সংস্কৃতি চর্চাসহ এ ধরণের সৃষ্টিশীল কাজের জন্যে আগামীতেও ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
নাট্যজন আমিন আজাদ টেলিফিল্মটির নির্মাণশৈলীর ভুয়সী প্রশংসা এবং আগামীতে নির্মাতার সাথে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
টেলিফিল্মটির নির্মাতা ও এনডি আচিক স্টুডিও’র কর্ণধার নিটোল ডিব্রা বলেন, টেলিফিল্মটি মূলত: একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে। যেখানে সংসারের নানা টানা পোড়েন, ভাললাগা-ভালবাসার পাশাপাশি মধুপুরের গারোদের বাস্তব জীবনচরিত ফুটে উঠেছে। টিমের সবাই অনেক মজা করে কাজ করেছে ।স্থানীয় শিল্পিদের অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের মুগ্ধ করেছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নির্মাতা জানান, আমরা নতুন বছর থেকে আরেকটু বৃহৎ কলেবরে শুরু করতে চাই। চিত্রনাট্য লেখার কাজ চলছে। আশা করছি অচিরেই ভাল গল্প নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হতে পারবো।
এসএন/আরবি/১৪ ডিসেম্বর, ২০১৬