ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে রাজপথে জনগণ: সাথে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে রাজপথে জনগণ: সাথে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন

0
481

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; তাকে সংবর্ধনা দিতে রাজধানীর পথে জড়ো হয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে মিয়ানমারের চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে ৫ দফা দাবি উত্থাপনসহ সফল কুটনৈতিক তৎপরতার জন্য ‘মাদার অব হিউম্যানিটি’ খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ)।

আজ সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত মাঠে ছিল আওয়ামীলীগ এবং বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠন। তাদরে সাথে সঙ্গতি জানিয়ে বিজয় স্মরণী চত্ত্বরে অন্যান্য সংগঠনের সাথে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনও মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিল।

বিসিএ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, যুগ্ম-সচিব জেমস সুব্রত হাজরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিউফিল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি এবং বিসিএ’র আইন বিষয়ক সম্পাদক পংকজন গিলবার্ট কস্তা, প্রচার সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সলোমন রোজারিও, নির্বাহী সদস্য পিটার রতন কোড়াইয়াসহ আরো অনেকে।

01যুক্তরাষ্ট্র থেকে লন্ডন হয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় দেশে ফেরার পর প্রথমেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রীকে।

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ‘বিপন্ন মানবতার বাতিঘর’ অভিহিত করেন।

ওই অনুষ্ঠানে শেখ হাসিনাকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এরপর ফুল দেওয়া হয় ১৪ দলের পক্ষ থেকে।

বিশিষ্টজনদের পক্ষ ফুলেল শুভেচ্ছা জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, বিএসএমএমইউর সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুণ-অর রশীদ ও বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান ফুল দেন প্রধানমন্ত্রীকে।

ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গে নিয়ে ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুল দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

আরবি/আরপি/৮ অক্টোবর, ২০১৭