শিরোনাম :
প্রার্থনাশীল মানুষ হতে চট্টগ্রামে শিশুদের নিয়ে ব্যতিক্রমী রোজারীমালা ও খ্রিষ্টযাগ
ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম
শিশুদের মান্ডলিক কাজে বেড়ে উঠতে এবং প্রার্থনাশীল মানুষ হতে ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের পাথরঘাটায় জপমালার রাণী মা মারীয়ার কাথিড্রাল গির্জায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী রোজারীমালা ও খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়।
বিগত ১৮ অক্টোবর, প্রথম কম্যুনিয়ম গ্রহণকারী শিশু ও অন্যান্য শিশুদের নিয়ে প্রথম রোজারীমালা প্রার্থনা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে পরিচালিত সেন্ট প্লাসিড’স, ওপিএ, সেন্ট স্কলাসটিকাস, ব্রাদার ফ্লেভিয়ান ও কনভেন্ট স্কুলের মোট ৫৩জন শিশু ও পবিত্র শিশু মঙ্গলের এনিমেটরগণ প্রতিটি নিগুঢ়তত্ত্বে দশজন করে শিশু গোল করে বসে গির্জা প্রাঙ্গণে রোজারীমালার প্রতীকী আকার তৈরি করে। এরপর ১০জন করে শিশু দাঁড়িয়ে প্রতিটি নিগুঢ়তত্ত্বের প্রার্থনা পরিচালনা করে। ভক্তিপূর্ণ মন নিয়ে শিশুরা পুরো রোজারীমালা প্রার্থনা পরিচালনা করে। শিশুদের সহায়তা করেন পবিত্র শিশু মঙ্গলের এনিমেটরগণ, শিক্ষক শিক্ষিকা এবং সিস্টারগণ। এরপর পবিত্র খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়।
খ্রিষ্টযাগের উপদেশে ফাদার বলেন, আজকের এ রোজারীমালা শিশুদের দ্বারা পরিচালনা করা হয়েছে যেন শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই রোজারীমালা প্রার্থনার প্রতি ভক্তি ও ভালবাসা জন্মে এবং প্রার্থনার প্রতি আকৃষ্ট হয়। তারা যেন ছোটবেলা থেকেই প্রার্থনাশীল মানুষ হয়ে ওঠে। তারা যেন মন্ডলীর কাজে অংশ নেয় এবং আধ্যাত্মিকভাবে বলীয়ান হয়, নিজেকে মন্ডলীর কাছে উৎসর্গ করতে শেখে।