ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ প্রিয়া সাহাকে প্রত্যাহার করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

প্রিয়া সাহাকে প্রত্যাহার করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

0
350
প্রিয়া সাহা

ডিসি নিউজ, ঢাকা প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় প্রিয়া সাহাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে সোমবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রিয়া সাহা ছিলেন ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থায়ী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলির সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. নিমচন্দ্র ভৌমিক।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিষদের শৃঙ্খলা বিরোধী কাজের জন্য প্রিয়া সাহাকে সাময়িকভাবে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো। এটি অনতিবিলম্বে কার্যকর করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে অংশ নিয়ে প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।এতে বাংলাদেশ সরকারসহ সাধারণ নাগরিকও সমালোচনায় মুখর হয়ে ওঠে।

আরবিএসসি/২৩/০৭/২০১৯