শিরোনাম :
প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও-এর ১৬তম মহাপ্রয়ান দিবস পালন
ডিসি নিউজ ।।ঢাকা
আজ (১৮ মার্চ) ঢাকার প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও-এর ১৬তম মহাপ্রয়ান দিবস উদযাপন উপলক্ষ্যে রমনা ক্যাথিড্রালে (সেন্ট মেরীস্ ক্যাথিড্রাল) বিশেষ খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়।
খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, ওএমআই। তাঁকে সহযোগিতা করেন ঢাকার সহকারী বিশপ থিউটনিয়াস গমেজ, সিএসসি, ঢাকার ভিকার জেনারেল ফাদার গাব্রিয়েল কোড়াইয়া ও রমনা ক্যাথিড্রালের পাল-পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও। খ্রীষ্টযাগের শুরুতে প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও-এর জীবন সহভাগিতা করেন সেন্ট জন ভিয়ান্নী হাসপাতালের নির্বাহী পরিচালক ফাদার কমল কোড়াইয়া।
পরবর্তীতে প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও-এর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। খ্রীষ্টযাগে অংশগ্রহণ করেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর সেক্রেটারি মাইকেল জন গমেজ, ডিরেক্টর শিপন রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য বকুল রোজারিও, সুশান্ত কুবি এবং সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ। খ্রীষ্টযাগে অন্যান্যের মধ্যে ফাদার, ব্রাদার, সিস্টারসহ বিপুল সংখ্যক খ্রীষ্টভক্ত উপস্থিত ছিলেন।
খ্রীষ্টযাগ শেষে প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও-এর কবর আশীর্বাদ করা হয়। কবর আশীর্বাদের পর ঢাকা ক্রেডিটসহ অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ তাঁর কবরে পুষ্পস্তবক অর্পন করেন।