কোভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের মতো পুরো বাংলাদেশও লকডাউন। চিরচেনা ব্যস্ত ঢাকার শহর এখন শুনশান নীরবতা। চির চানঞ্চল্য হারিয়ে ঢাকার শহর এক নীরব নগরীতে পরিণত হয়েছে। করোনার এই সংকটময় মুহূর্তে ডিসিনিউজের রবীন ভাবুকের ক্যামেরায় ঢাকা শহরের কিছু আলোকচিত্র: