শিরোনাম :
ফাঃ চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার ভিশনিং বিষয়ক সেমিনার
ডিসিনিউজ।।ঢাকা
‘পরিপূর্ণ প্রস্তুতি, নিশ্চিত সফলতার পূর্বশর্ত’ -এই মূলসুর নিয়ে ২১ ফেব্রুয়ারি ঢাকা ক্রেডিটের বি. কে গুড কনফারেন্স হলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর নিয়ে ফাঃ চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন আয়োজন করে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার ভিশনিং বিষয়ক সেমিনার।
সকাল ৯ টা থেকে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়। প্রায় ১২৫ জন শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাঃ চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ফাউন্ডেশনের সদস্য এবং ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, ফাউন্ডেশনের ট্রেজারার এবং ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আড়েং, কাককো লিঃ এর চেয়ারম্যান এবং ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ফাউন্ডেশনের সেক্রেটারি এবং ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, ঢাকা ক্রেডিটের সিও সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের মার্কেটিং ডিপার্ট্মেন্টের ম্যানেজার সোহেল রোজারিও। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং কাককো লিঃ-এর সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন অতিথিগণ এবং আগত শিক্ষার্থীবৃন্দ। এ সময় ঢাকা ক্রেডিট, ফাউন্ডেশন, ঢাকা হাউজিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আমন্ত্রিত অতিথিগণ সকলে অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে। এরপর শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে তাদের ক্যারিয়ার ভিশনিং বিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়, এরপর সারাদিনের সেমিনারের সারাংশ তুলে ধরা হয় শিক্ষার্থীদের মাঝে, এবং পরবর্তী ধাপে তাদের কি করনীয় সে ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে তিনজন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিভার্সিটির প্রাক্তন সফল শিক্ষার্থীসহ মোট ১১ জন বক্তা আজকের সেমিনারে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা হলেন জ্যাক পারভেজ রোজারিও, বিসিএস, শিক্ষা; সাম্য যাকোব রজারিও, বুয়েট; ডা. আঙ্কিতা কস্তা, বগুড়া মেডিকেল কলেজ; ডা. এঞ্জেলিকা দিবা পিউরীফিকেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ; প্যাট্রিক দৃশ্য পিউরীফিকেশন, বুটেক্স; মার্গারেট মল্লিক, খুলনা বিশ্ববিদ্যালয়; ইমেন্ডা পিউরীফিকেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়; শ্রেষ্ঠা ভিনসেন্ট রিবেরু, খুলনা বিশ্ববিদ্যালয়।
এ ছাড়াও ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিও শিক্ষার্থীদের ভবিষ্যতে ক্যারিয়ার গঠনের জন্য দিকনির্দেশনা ও ঢাকা ক্রেডিটের সহযোগিতা, সাউথ এশিয়ান কালচারাল পরিচালক জন সালভারার শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে করণীয় এবং ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের ম্যানেজার সোহেল রোজারিও ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট, বিশেষ করে শিক্ষার্থীবান্ধব প্রডাক্টসমূহ নিয়ে আলোচনা করেন।
সেমিনারে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ভবিষ্যতে সরকারী ও বেসরকারী বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার গঠনে সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়াও বক্তা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সেমিনারে সময় দেওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই সেমিনাররে অংশগ্রহণ করেন, এবং ভবিষ্যতে ক্যারিয়ার বিষয়ক এই ধরনের সেমিনার আরও আয়জনের কথা জানান। সবশেষে দুপুরের আহারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।