ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ০৫ জানুয়ারী ২০২৫
বাংলা : ২১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফাদার আন্তনী সেনের যাজকীয় জীবনের গৌরবময় রজত জয়ন্তী উৎসব

ফাদার আন্তনী সেনের যাজকীয় জীবনের গৌরবময় রজত জয়ন্তী উৎসব

0
956

ফাদার আন্তনী সেনের  যাজকীয় জীবনের গৌরবময় রজত জয়ন্তী মহোৎসবের মধ্য দিয়ে বিভিন্ন আয়োজনে পালন করা হয়।

ফাদারের যাজকীয় কর্ম  জীবন স্মরন ও বিশ্বস্ততার সাথে পবিত্র জীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে ঈশ্বরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১০ জানুয়ারি বিকাল ৫টায় ফাদারকে দিনাজপুর  ক্যাথিড্রাল ধর্মপল্লীর আওতাধীন নিকটস্থ বিশপপাড়ার নিজ বাড়িতে বাঙ্গালী কৃষ্টিতে মঙ্গলানুষ্ঠান এর আয়োজন করা হয়। এরপর  কীর্তন গান ও নাচের মাধ্যমে ফাদারকে ক্যাথিড্রাল ধর্মপল্লীতে শোভাযাত্রা করে আনা হয়।সেখানে ক্যাথিড্রাল গীর্জায় বিকাল ৬:০০ ঘটিকায়  ফাদারের যাজকীয় জীবনের ২৫ বছর পূর্তিতে  ঈশ্বরের ধন্যবাদ ও মহিমা প্রশংসা আরাধনা করা হয়।আরাধনায় গ্রামের সকল খ্রিস্টভক্ত সহ বিভিন্ন জায়গা থেকে আগত অনেক খ্রিস্টভক্ত ও আত্মীয়-স্বজন অংশ নেয়।

১১জানুয়ারি সকাল ৯টায় রজত জয়ন্তীর মহা খ্রিস্টযাগ উৎস্বর্গ করেন জুবীলি উদযাপনকারী শ্রদ্ধেয় ফাদার আন্তনী সেন । খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন বিশপ সেবাস্টিয়ান টুডু, ও হাজার  মানুষের অংশগ্রহনে ও প্রার্থনায় খিস্টযাগ প্রানবন্ত হয়ে ওঠে।এছাড়াও খ্রিস্টযাগে দিনাজপুর ধর্মপ্রদেশের ফাদারগন ছাড়াও অন্যান্য ধর্মপ্রদেশ থেকে আরো অনেক ফাদার ও সিস্টার উপস্থিত ছিলেন।

খ্রিস্টযাগের পর রজত জয়ন্তী উদযাপনকারী ফাদার আন্তনী সেন এর সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের পরম শ্রদ্ধেয় বিশপ সেবাষ্টিয়ান টুডু,এছাড়াও ফাদার ইম্মানুয়েল রোজারিও, ক্যাথেড্রালের পালপুরোহিত ফাদার সিলাশ কুজুর, ফাদার লিও দেশাই। উপস্থিত ছিলেন ফাদার প্যাট্রিক গোমেজ, রাজশাহী ধর্মপ্রদেশ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে আগত  ফাদারগণ।

প্রধান অতিথির বক্তব্যে বিশপ সেবাস্টিয়ান টুডু  যাজকদের মন্ডলীতে গুরুত্বপুর্ণ অবদান তুলে ধরে বলেন, “ফাদার আন্তনী সেন এর এই মহোৎসবের মাধ্যমে ঈশ্বর প্রত্যককে আহবান করেন মন্ডলীতে সেবা কাজের জন্য।একই সাথে তিনি ফাদারকেও কৃতজ্ঞতা প্রকাশ করেন।” অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফাদার আন্তনী সেন ভক্ত জনগনের ভালবাসায় অভিভূত  হয়ে সকলের নিকট আশীর্বাদ ও প্রার্থনা চান।

খ্রিস্টভক্তরা ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীর জনগন  ফাদারের জন্য প্রার্থনা ও শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে আসে।

এ নজরে ফাদার আন্তনী সেন

শ্রদ্ধেয় ফাদার আন্তনী সেনের জন্ম ২১ জানুয়ারি ১৯৬৪ দিনাজপুরের ক্যাথিড্রাল ধর্মপল্লীতে।পিতা মৃত: দনাতুষ সেন ও মাতা মৃত: এম্মা সেন। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ২য়।

শিক্ষা জীবন:তিনি ১ম -৪র্থ শ্রণী পড়াশুনা করেন সাদামহল সরকারী প্রাথমিক বিদ্যালয় (১৯৭২-১৯৭৪), তিনি ৪র্থ – ৫ম শ্রেণী সুইহারী নভারা প্রাথমিক বিদ্যালয় (১৯৭৫-১৭৬),৬ষ্ঠ -এসএসসি পর্যন্ত পড়াশুনা করেন সেন্ট ফিলিপস হাই স্কুলে (১৯৭৭ -১৯৮২),এরপর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন (১৯৮২-১৯৮৪), এরপর সেখানেই ডিগ্রি পড়াশনা করেন (১৯৮৫-১৯৮৭), ফিলোসফি ও থিওলোজি করেন বনানীতে (১৯৮৭-১৯৯৩), ২০০৩ সালে তিনি লিডারশিপ ও ম্যানেজমেন্ট এর উপর ডিপ্লোমা  করেন ই.এ.পি.আই ফিলিপাইনে। মাস্টার্স ডিগ্রি ও পাসটোরাল থিওলোজি তিনি সম্পন্ন করেন আতেনের ডি ম্যানিলা ইউনিভার্সিটি  থেকে।সেখানে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত তার সময় লাগে।

যাজকীয় ও পালকীয় কাজ:৭ জানুয়ারি ১৯৯৪ খ্রিস্টাব্দে তিনি সুইহারীতে যাজকীয় পদে অভিষিক্ত হোন।তারপরেই তিনি সহকারী পালপুরোহিত হিসেবে দায়িত্ব পান(১৯৯৪-১৯৯৭)। সেইসময় তার পাল পুরোহিত ছিলেন ফাদার মার্তিন্নেলি পিমে। আবার ১৯৯৮ থেকে ১৯৯৯ খ্রি: ধানজুড়িতে সহকারী পাল পুরোহিতের দায়িত্ব পালন করেন। প্রয়াত ফাদার শিমন তিগ্যার সাথে সহকারী পালপুরোহিতের দায়িত্বে ছিলেন পাথরঘাটায় ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত।২০০৩ সালে ৫ মাসের জন্য কেল্লাবাড়িতে ছিলেন।এরপর পাল পুরোহিতের দায়িত্ব গ্রহণ করেন।  ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত ঠাকুরগাঁও এর পালপুরোহিত ছিলেন।সৈয়দপুর ধর্মপল্লীতে পালপুরোহিত হিসেবে ছিলেন ২০১৩ থেকে ২০১৪।২০১৫ খ্রিস্টাব্দ হতে এখন পর্যন্ত রুহিয়ায় পালপুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি ধর্মপ্রদেশীয় বিশেষ দায়িত্ব পালন করেছেন।১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত দীর্ঘ ৮ বছর ধর্মপ্রদেশীয় যুব সমন্বয়কারী ছিলেন।এখনো দয়িত্ব পালন করে যাচ্ছেন ন্যায় ও শান্তি কমিশনের সেক্রটারী ও খ্রিস্টিয় যোগাযোগ কমিশনের ধর্মপ্রদেশীয় প্রতিনিধি।