শিরোনাম :
ডিসিনিউজ ॥ ঢাকা
ফাদার আলবার্ট টমাস রোজারিওর লেখা ‘বাংলাদেশে খ্রিষ্টধর্ম ও খ্রিষ্টমণ্ডলীর ইতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন ঢাকার আর্চবিশপ বিজয় নিসেফোরস ডি’ক্রুজ ওএমআই।
১২ এপ্রিল তেজগাঁও ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বি গমেজ, গ্রন্থটির প্রকাশক ও খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরুসহ বেশ কয়েকজন ফাদার-সিস্টার ও খ্রিষ্টভক্ত।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাউসাইদ ধর্মপল্লীর পাল-পুরোহিত ডমিনিক সেন্টু রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর আগষ্টিন প্রতাপ গমেজ, ধরেন্ডা ক্রেডিটের চেয়ারম্যান মাইকেল জন গমেজ, সাভার ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট তপন টমাস রোজারিও।
বইটির মূল্য ১০০/টাকা। বইটি পাওয়া যাবে প্রতিবেশী প্রকাশনীতে।