ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও’র বিশপীয় অভিষেক: বরিশাল ধর্মপ্রদেশ

ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও’র বিশপীয় অভিষেক: বরিশাল ধর্মপ্রদেশ

0
319

ডিসিনিউজ।। ডেক্স

ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও’র বিশপীয় অভিষেক অনুষ্ঠিত হলো। সেই সাথে তিনি বরিশাল ধর্মপ্রদেশের বিশপ হিসেবে দায়িত্বগ্রহণ করলেন।

১৯ আগস্ট, বরিশাল কাথিড্রাল চার্চে ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই, চট্টগ্রামের আর্চবিশপ লরেন্স সুব্রত হওলাদার সিএসসি, কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরির উপস্থিতিতে এই বিশপীয় অভিষেক অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিভিন্ন ধর্মপ্রদেশের বিশপসহ অসংখ্য ব্রতধারী এবং খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন।

বিশপ কাননের এই অভিষেক ও নতুন দায়িত্বগ্রহণে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা এবং সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। বিশপ হিসেবে তিনি বরিশাল ধর্মপ্রদেশে সফলতার স্বাক্ষর রাখবেন, সেই সাথে খ্রিষ্টভক্তদের সঠিক পথে পরিচালনা দিবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন। বিশপ কাননের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রেসিডেন্ট ও সেক্রেটারি।

বিশপ কাননকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। তিনি বিশপকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সফলতা কামনা করেন।

বিশপীয় অভিষেক অনুষ্ঠানে এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেংসহ অনেকেই অংশগ্রহণ করেন।

২১ জুন, বিকাল ৪টায় ভাটিকান ও বাংলাদেশ থেকে একযোগে ঘোষণা করা হয় যে, পুণ্যপিতা পোপ ফ্রান্সিস রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কে. রোজারিওকে বরিশাল ডায়োসিসের বিশপরূপে মনোনীত করেছেন।

ফাদার ইম্মানুয়েল কে, রোজারিও রাজশাহী ধর্মপ্রদেশের ফৈলজানা ধর্মপল্লীর ফৈলজানা গ্রামে ৮ ফেব্রুয়ারি ১৯৬৩ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। নটরডেম কলেজ থেকে ডিগ্রী পাসকোর্স সমাপ্ত করে পবিত্র আত্মা উচ্চ সেমিনারী বনানীতে দর্শনশাস্ত্র ও ঐশতত্ত্ব পড়াশুনা করেন। ২৮ ডিসেম্বর ১৯৯৩ খ্রিষ্টাব্দে তিনি যাজক অভিষেক লাভ করেন। পরবর্তীতে উচ্চতর পড়াশুনার জন্য রোমে যান এবং রোমের পোপীয় বিশ্ববিদ্যালয় ঊর্বানিয়ানা থেকে বাইবেলীয় ঐশতত্ত্বের উপর লাইসেনসিয়েট ও ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।

সহকারী ও পালক-পুরোহিত হিসেবে তিনি বনপাড়া, বোর্ণী, কলিমনগর এবং রাজশাহীর ক্যাথিড্রাল ধর্মপল্লীতে কাজ করেন। এছাড়াও পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে পরিচালক হিসেবে ৬ বছর সেবাদায়িত্ব পালনসহ মোট ১১ বছর বিভিন্ন দায়িত্ব পালন করেন। গঠন ও পরিচালনা বিষয়ক দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।  রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেলের দায়িত্ব পালনের সাথে সাথে তিনি ফেডারেশন অব এশিয়ান বিশপস্ কনফারেন্সের ঐশতত্ত্ব বিষয়ক দপ্তরের, সদস্য এবং খ্রিষ্টভক্ত ও পরিবার বিষয়ক দপ্তরের নির্বাহী সচিব হিসেবে কাজ করেছেন।