ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার

0
293

ডিসিনিউজ।।ঢাকা

অনুষ্ঠিত হলো ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার।

৬ মে, ঢাকা ক্রেডিটের বি. কে গুড কনফারেন্স হলে “আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত করি” – এই স্লোগান নিয়ে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে ফ্রিল্যান্সিং বিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সকাল ১০ ঘটিকায় সেমিনার শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ফাউন্ডেশনের সেক্রেটারি এবং ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও, নকরেখ আইটি ইন্সটিটিউট -এর প্রতিষ্ঠাতা এবং সিইও সুবীর নকরেখ।

ফ্রিল্যান্সিং বিষয়ক এই সেমিনার পরিচালনা করেন নকরেখ আইটি ইন্সটিটিউট -এর প্রতিষ্ঠাতা এবং সিইও সুবীর নকরেখ। তিনি ফ্রিল্যান্সিং -এর সামগ্রিক বিষয়বস্তু সকলের মাঝে তুলে ধরেন। তার সাথে সহযোগিতা করেন নকরেখ আইটি ইন্সটিটিউট -এর ট্রেইনার হৃদয় বর্মণ।

সেমিনারে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রিল্যান্সিং -এ ক্যারিয়ার গঠনে সহযোগিতার আশ্বাস দেন কর্মকর্তাবৃন্দ। ৪০ জন অংশগ্রহণকারী স্বতঃস্ফূর্তভাবে এই সেমিনাররে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ক এই ধরনের সেমিনার আরও আয়জনের কথা জানান।