ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন কর্তৃক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন কর্তৃক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

0
320

মারিয়া মৌসুমী রোজারিও ।। ডিসিনিউজ।। ঢাকা

ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি’র ১১৯তম জন্মদিন উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেছে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন। ৩ মে, ফাদার চার্লস জে. ইয়াং’র ১১৯তম জন্মদিন পালন করা হয়। দিনটিকে কেন্দ্র করে নানা ধরণের কর্মসূচির মধ্যে এই রচনা প্রতিযোগিতা ছিল একটি অন্যতম আয়োজন।

৩ জুলাই, সন্ধ্যা ৬টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিও‘র সঞ্চালনায় এবং চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও ফাউন্ডেশনের সদস্য জন মাইকেল গমেজ, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট ও ফাউন্ডেশনের ট্রেজারার পাপড়ী দেবী আরেং, ঢাকা ক্রেডিটের ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ্রিষ্টফার অধিকারী, ফাউন্ডেশনের বোর্ড মেম্বারগণ, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির সদস্যসহ ঢাকা ক্রেডিট এর কর্মীবৃন্দরা।

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন কর্তৃক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘ফাদার ইয়াং’র জন্ম না হলে, বালাদেশে সমবায় বা কো-অপারেটিভ নাম বলে কিছু হতো না। তার কাজের জন্যই আজ বাংলাদেশে সমবায় অঙ্গনে আমরা আদর্শ হয়ে উঠেছি। আমরা ইতিমধ্যে ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন পেয়েছি এবং আমরা চেষ্টা করছি এনজিও ব্যুরো থেকে রেজিস্ট্রেশন নিতে। এনজিও ব্যুরোর রেজিস্ট্রেশন পেলে দেশী-বিদেশী অনুদান নিয়ে আমরা আরো যুবক-যুবতী, কিশোর-কিশোরী এবং দরিদ্র শিশুদের জন্য কাজ করতে পারবো। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং বিজয়ী হয়েছেন তাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।’

৩ মে, ফাদার চার্লস জে. ইয়াং’র ১১৯তম জন্মদিন পালন করা হয়। দিনটিকে কেন্দ্র করে নানা ধরণের কর্মসূচির মধ্যে এই রচনা প্রতিযোগিতা ছিল একটি অন্যতম আয়োজন।

প্রতিযোগিতায় ৯ম-১০ম শ্রেণি পর্যন্ত প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘শিক্ষার্থীদের জীবনে সমবায়ের প্রভাব’ এতে ১৪ জন প্রতিযোগিতায় অংশ নেয় এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়বস্তু ছিল ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার’ এবং এতে ৪৪ জন প্রতিযোগী অংশ নেয়। যার মধ্যে ৯ম-১০ম শ্রেণি পর্যায়ে ১ম, ২য় এবং ৩য় হয়েছেন যথাক্রমে ফারিয়া আক্তার, জয়ীতা গ্রেসী রোজারিও এবং অরভিল মার্ক রোজারিও। কলেজ-বিশ^বিদ্যালয় পর্যায়ে, ১ম, ২য় এবং ৩য় হয়েছেন যথাক্রমে এলিনা এলিজাবেথ রোজরিও, মেহেনাজ আফরোজ পায়েল এবং প্রাপ্তি মলিনা গমেজ।

প্রতিযোগিতায় ৯ম-১০ম শ্রেণি পর্যন্ত প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘শিক্ষার্থীদের জীবনে সমবায়ের প্রভাব’ এতে ১৪ জন প্রতিযোগিতায় অংশ নেয় এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়বস্তু ছিল ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার’ এবং এতে ৪৪ জন প্রতিযোগী অংশ নেয়।

স্কুল পর্যায়ে ১ম বিজয়ী ফারিয়া আক্তার জীবনে প্রথমবার প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিজয়ী হওয়াতে আনন্দ প্রকাশ করেছেন এবং উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেই সাথে তিনি ফাউন্ডেশনের এই আয়োজন ও পুরস্কার প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১ম বিজয়ী এলিনা এলিজাবেথও এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতি ও অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে সনদপত্র এবং পুরস্কার তুলে দেন।