ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফাদার লেনার্ড পরেশ রোজারিওর চির বিদায়

ফাদার লেনার্ড পরেশ রোজারিওর চির বিদায়

0
507
ক্যাথলিক খ্রিষ্টভক্তদের উপাসনায় ব্যবহুত গানের বই গীতাবলীতে রয়েছে তাঁর বেশ কিছু গান।

ডিসিনিউজ ॥ ঢাকা

খ্রিষ্টীয় গানের গীতিকার ও সুরকার ফাদার লেনার্ড পরেশ রোজারিওর আর নেই। তিনি ৩ সেপ্টেম্বর ভোর ৩টায় চির বিদায় নেন।

মধ্য রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে রমনার ক্যাথিড্রাল থেকে স্কয়ার হাপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

কর্ম জীবনে তিনি ময়মনসিংহ ও ঢাকা মহাধর্মপ্রদেশে বিভিন্ন ধর্মপল্লীতে প্রৈরিতিক কাজ করেছেন। এছাড়া ক্যাথলিক খ্রিষ্টভক্তদের উপাসনায় ব্যবহুত গানের বই গীতাবলীতে রয়েছে তাঁর বেশ কিছু গান। তিনি উপাসনার গানের শিক্ষক হিসেবেও অবদান রেখেছেন।

সকাল ৯টায় রমনা ক্যাথিড্রালে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ক্রেডিটের পক্ষ উপস্থিত থেকে তাঁর আত্মার কল্যাণে প্রার্থনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও ট্রেজারার পিটার রতন কোড়াইয়া। বিকাল ৪টায় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়েছে ফাদার লেনার্ডের জন্মস্থান হাসনাবাদ গির্জায়। পরে সেখানেই তাঁর মরদেহ কবরস্থ করা হয়।

গুণী এই পুরোহিতের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ফাদার লেনার্ড পরেশ রোজারিওর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। খ্রিষ্টীয় গানে তিনি যে অবদান রেখেছেন, তা কখনো ভুলার নয়। আমারা তাঁর আত্মার চির শান্তি কামনা করি।’

বিকালে হাসনাবাদে অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকার আর্চবিশপ বিজয় নিসেফোরস ডি’ক্রুজ ওএমআই। সাথে ছিলে অবসরপ্রাপ্ত বিশপ থিওটোনিয়াস গমেজ সিএসসি, ফাদার আবেল বি রোজারিও, ফাদার আলবার্ট রোজারিও, ফাদার কুঞ্জন কুইয়া, ফাদার স্ট্যানিসলাউস গমেজ, ফাদার লিন্টু এফ ডি’কস্তা, ফাদার পঙ্কজ রড্রিক্সসহ ২৫ জন ফাদার, ১৫ জন সিস্টার ও প্রায় ১২ শতাধিক খ্রিষ্টভক্ত।

হাসনাবাদে ফাদার লেনার্ডের কবরে ঢাকা ক্রেডিটের পক্ষে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা ক্রেডিটের উপদেষ্টা দিলীপ গমেজ (মেম্বার), সত্য গমেজ, হাসনাবাদ সেবাকেন্দ্র পরিচালনা কমিটির সদস্য খ্রীষ্টফাার গমেজ, বীর মুক্তিযোদ্ধা যোসেফ গমেজ। এছাড়া বিভিন্ন সমিতি, ক্লাব, সমাজ ও গ্রাম থেকে ফাদার লেনার্ডের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।