শিরোনাম :
ফাদার শিশির গ্রেগরীকে অপহরণ চেষ্টায় বিসিএর উদ্বেগ প্রকাশ : দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
সোমবার ঢাকার কাকরাইল গির্জার ফাদার শিশির নাতালে গ্রেগরীর অপহরণ চেষ্টার তীব্র প্রতিবাদ, নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।
বিসিএ দপ্তর সম্পাদক স্বপন রোজারিওর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে এই প্রতিবাদ, নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন।
বিবৃতিতে তারা অপরহরণ চেষ্টার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের নিকট আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ফাদার শিশির গ্রেগরীর সাথে গতকাল রাতে সাক্ষাৎ করে বিস্তারিত বিষয়ে খবর নেন। প্রতিনিধি দলটি বলেছেন, ঘটনাটি গুরুতর। অপহরণকারীরা ফাদার শিশির একজন
ব্রতধারী যাজক জানার পরও তাকে আঘাত করেছে, চোখ বাধার চেষ্টা করেছে এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে।
ফাদার গ্রেগরী জানান, ‘সাহসিকতার সাথে কৌশলে তিনি মুক্তি পেয়েছেন, তা না হলে তার জীবন বিপন্ন হতে পারতো।’
‘এই দুস্কৃতকারীদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন; অন্যথায় এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা যাবে না’ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরবি/আরপি/৪ অক্টোবর, ২০১৭