ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

ফাদার হোমরিক

0
952

রকি গৌড়ি

আমেরিকান এক যিশু ছিলো

ছিলো নিজ আলোকে নিরন্তর,

অধিকার বঞ্চিত আদিবাসীর পিতা ছিলো

ছিলো এক জাগ্রত যিশু অবতার।

দুর্গমে জেগেছিল শিক্ষা প্রতিষ্ঠান

ঘুচেছে কালো, তাঁরই অবদান,

৭১’ এ মা জননীর হাসি ছিলো

যুদ্ধেতে তাঁর অকৃত্রিম এক প্রাণ ছিল।

যিশুর অবতার হোমরিক

জেগে আছে তোমার হাসিমাখা সেবা,

পীরগাছা কাঁদে তাই ঠিক,

আদিবাসী অন্তরে আজও তোমার বিভা।