ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফুলছড়া চা বাগানে সঞ্চয় ও ঋনদান সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা

ফুলছড়া চা বাগানে সঞ্চয় ও ঋনদান সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা

0
885

আজ ২২ জুলাই (রবিবার) সকাল ১১ টায় মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানের ফুলছড়া গির্জা প্রাঙ্গনে এবারই প্রথম ফুলছড়া চা বাগান সঞ্চয় ও ঋনদান সমিতির বার্ষিক সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়।

সমিতির নিজুম পাইনকার সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ কারিতাস সক্ষমতা প্রকল্পের মুকলেসুর রহমান।

বিশেষ অতিথি সামুয়েল হাজং (শ্রীমঙ্গল সেন্ট যোসেফ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. সেক্রেটারী), ফুলছড়া গারো সমাজের মাত্ববর মেরু হাগিদকসহ ফুলছড়া চা বাগান ও ঋনদান সমিতির সদস্য বৃন্দ।

বক্ত্যারা বলেন, ‘স্বাবলম্বী হওয়ার জন্য ক্রেডিটের কোনো বিকল্প নেই। তাই প্রত্যাশা রাখেন সঠিকভাবে ঋন নিয়ে, সঠিক লাভজনক খাতে অর্থ ব্যয় করতে হবে।তবেই স্বাবলম্বী হবেন।

সভায় বিশেষ অতিথি সামুয়েল হাজং বলেন, ‘একটি জিনিস ধ্বংস করা সহজ, কিন্তু জন্মাতে কত কষ্ট আর শ্রম ব্যয় হয়েচ্ছে তা আমাদের ভাবতে হবে। তাই আমাদের সমিতি আমাদেরকেই ভালোভাবে চালিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর ২০১৩ সালে সমিতিটি প্রতিষ্ঠা করা হয়। বিভিন্ন বাঁধা অতিক্রম করে এ পর্যন্ত বর্তমান সদস্য ৮২ জন, যার মূলধন দাঁরিয়েচ্ছে ১৩২,০০০ টাকা।

আরবি.আরপি. ২২ জুলাই ২০১৮