ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফৈলজানা ধর্মপল্লীর দায়িত্ব পেল পবিত্র ক্রুশ সম্প্রদায়

ফৈলজানা ধর্মপল্লীর দায়িত্ব পেল পবিত্র ক্রুশ সম্প্রদায়

0
1608

এখন থেকে ফৈলজানা ধর্মপল্লী পরিচালনা করবে পবিত্র ক্রুশ সম্প্রদায়।আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র ক্রুশ সংঘ এই দায়িত্ব গ্রহণ করে।

রোববার (৩০ জুলাই) রাজশাহীর বিশপ জের্ভাস রোজারিও পবিত্র ক্রুশ সংঘের প্রভিন্সিয়াল ফাদার জেমস্ ক্লেমেন্ট ক্রুশ সিএসসি’র নিকট ধর্মপল্লীর দায়িত্ব তুলে দেন।

সকালে রবিবাসরীয় খ্রীষ্টযাগের পর ধর্মপ্রদেশীয় যাজকদের ধন্যবাদ, কৃতজ্ঞতা ও পবিত্র ক্রুশ যাজক সংঘের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ধর্মপল্লীর পক্ষ থেকে।

এ সময় বিশপ জের্ভাস বলেন, ‘পবিত্র ক্রুশ সংঘের যাজকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তারা যেন ফৈলজানা ধর্মপল্লী ও এর অধীনস্থ চাচকিয়া ও পাবনা উপ-ধর্মপল্লীর দায়িত্ব গ্রহণের মধ্যে দিয়ে পালকীয় সেবাকাজের আনন্দ লাভ করেন।’

অনুষ্ঠানে বিশপ জের্ভাস ফৈলজানা ধর্মপল্লীর দায়িত্ব গ্রহণের প্রতীকী চাবি তুলে দেন পবিত্র ক্রুশের যাজক সম্প্রদায়ের প্রভিন্সিয়াল ফাদার জেমস জেমস্’র হাতে।

ধর্মপল্লীর দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে বিশপ জের্ভাস রোজারিও ডিসিনিউজকে বলেন, ‘নয় বছর আগে পবিত্র ক্রুশ সংঘের যাজকদের এখানে কাজ করার কথা বলি। পাবনায় নতুন মিশন হচ্ছে। এখানে বাণী প্রচারের অনেক সুযোগ রয়েছে। পবিত্র ক্রুশের যাজক সম্প্রদায় শিক্ষার দিকে অনেক অগ্রসর। তারা শিক্ষার উন্নয়নে কাজ করবে।’

প্রভিন্সিয়াল ফাদার জেমস বলেন, ‘এ ধর্মপল্লীতে কাজ করার আমন্ত্রণ পাই অনেক আগেই। দীর্ঘ সময় চিন্তা, পরিকল্পনা করে আজ আমরা এখানে পালকীয় সেবাকাজ করার ইচ্ছা বাস্তবায়ন করছি।’

ফৈলজানা ধর্মপল্লীতে দায়িত্বপ্রাপ্ত পবিত্র ক্রুশ সংঘের ফাদার এ্যাপোলো রোজারিও সিএসসি বলেন, ‘ধর্মপল্লীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।ফৈলজানা ধর্মপল্লীর মতো ছোট জায়গায় সংখ্যালঘু হিসেবে আমরা একতাবদ্ধ থাকতে চাই।’

‘ধর্মপল্লীর উন্নয়নের জন্যে যা কিছু করা প্রয়োজন, তা আমরা সকল খ্রীষ্টভক্ত মিলেই করব ।’ বলেন ফাদার এ্যাপোলো।

ফৈলজানা ক্রেডিটের চেয়ারম্যান গগন রোজারিও ডিসিনিউজকে বলেন, ‘আজকের এই মহতী দিনে ধর্মপ্রদেশীয় যাজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পালকীয় সেবাদানের জন্য। পবিত্র ক্রুশ সংঘের আগমনে আমরা আনন্দিত। ধর্মপল্লীর সামগ্রিক উন্নয়নে তারা কাজ করে যাবে এই প্রত্যাশা রাখি।

ফৈলজানা ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্য মাখন কস্তা বলেন, ‘পাল-পুরোহিত প্রদীপ কস্তা দেড় বছরের দায়িত্বকালীন সময়ে ধর্মপল্লীর অবকাঠামোগত উন্নয়নে কাজ করেছেন। আজকের এই দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে আমাদের ধর্মপল্লীর, পরিবারের এবং নতুনভাবে সমাজের উন্নয়নের দ্বার উন্মোচিত হলো।’

আরবি/আরপি/৩১ জুলাই, ২০১৭