শিরোনাম :
ফোর্বস তালিকায় শীর্ষস্থানটি এবারও পুতিনের, ২য় অবস্থানে ট্রাম্প
মার্কিন সাময়িকী ফোর্বসের জরিপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারও বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন;২য় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফোর্বস বুধবার ২০১৬ সালের বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের তালিকা প্রকাশ করে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল এবার এক ধাপ পিছিয়ে তৃতীয় অবস্থানে আছেন । চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছেন যথাক্রমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বিশ্বের ক্যাথলিক খ্রীষ্টানদের সর্বোচ্চ ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিস।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন ৯ম স্থানে।
পুতিন টানা তিন বছর শীর্ষ অবস্থানটি ধরে রেখেছেন। ২০১৫ সালে তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা আছেন ৪৮ নম্বরে। গতবারের তালিকায় ট্রাম্প ছিলেন ৭২তম অবস্থানে।
ফোর্বস জানিয়েছে,সারা বিশ্বের ৭৪০ কোটি মানুষের মধ্য থেকে সর্বোচ্চ ক্ষমতাধর ৭৪ জনকে বেছে নিতে তারা চারটি বিষয় বিবেচনা করেছে।
সেগুলো হল ক্ষমতার বিস্তৃতি, আর্থিক প্রভাব, একাধিক ক্ষেত্রে ক্ষমতাশালী কিনা এবং ক্ষমতার ব্যবহারে কতখানি পারদর্শী- তা বিবেচনা করে ফোর্বস সম্পাদকদের একটি প্যানেল এই তালিকা তৈরি করেছে।
এসএন/আরবি/১৪ ডিসেম্বর,২০১৬