শিরোনাম :
ফ্রিল্যান্সার বিনির্মাণে লার্নিং এন্ড আর্নিং মেলা-২০১৭
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য-প্রযুক্তি অধিদপ্তরের লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের উদ্যোগে আজ ময়মনসিংহ শহরের জিমনেশিয়াম প্রাঙ্গনে ফ্রিল্যান্সার তৈরীর লক্ষে লার্নিং এন্ড আর্নিং মেলা-২০১৭ শুরু হয়েছে।
মেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এমপি। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প ও তথ্যপ্রযুক্তি বিভাগের উপ-সচিব ও প্রকল্প পরিচালক মির্জা আলী আশরাফ ।
এছাড়াও মেলায় বিভিন্ন সরকারী কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অথিতি মেলার উদ্বোধন করেন।
মেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের আইসিটি বিষয়ক কুইক কুইজ অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরন করা হয় এ সময়।
আরবি/আরপি/১৩ মে, ২০১৭