ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বক্সনগরে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

বক্সনগরে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

0
218

ডিসিনিউজ।। নবাবগঞ্জ

নবাবগঞ্জের বক্সনগরে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার।

১৭ জুন, ঢাকা ক্রেডিটের আয়োজনে সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জের পুরাতন গির্জায় সমাজ প্রধান বীর মুক্তিযোদ্ধা চার্লস সুবল গমেজের সভাপতিত্বে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও’র সঞ্চালনায় মূলবক্তা ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, প্রাক্তন ম্যানেজার এবং ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ’স-এর ন্যাশনাল জেনারেল সেক্রেটারি নিপুন সাংমা, বক্সনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর সেক্রেটারি সামুয়েল মানিক রোজারিও, বক্সনগর ক্যাথলিক সমাজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিচার্ড মুকুল গমেজ, থিওফিল গমেজ, সিস্টার যমুনা ম্যাগডেলিন গমেজ, প্যাট্রিক গমেজ, বার্নার্ড তপন গমেজ, সেন্ট আন্তনী ক্লাবের সেক্রেটারি ফ্রান্সিস স্বপ্নীল, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পাপড়ী প্যাট্রিসিয়া আরেং, প্রত্যেশ রাংসা, ক্রেডিট কমিটির সদস্য অন্তর মানখিন, উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য বার্নার্ড পংকজ ডি’রোজারিও, মাধবী অনিতা গমেজসহ বক্সনগরের সাধারণ খ্রিষ্টভক্তগণ।

অনুষ্ঠানে সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তারা ঢাকা ক্রেডিটের কর্মযজ্ঞের ভূয়শী প্রশংসা করেন এবং সমিতির সকল উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, ‘ঢাকা ক্রেডিট খ্রিষ্টান সমাজের উন্নয়নের জন্য ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলক্ষেত্রে ঢাকা ক্রেডিটের অবদান রয়েছে। খ্রিষ্টানদের উন্নয়নের জন্য ঢাকা ক্রেডিটের বিকল্প নেই। আমরা বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানাই নতুন নতুন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আমাদের জীবনমান উন্নয়নে ভ‚মিকা রাখছেন। আমরা আপনাদের সাথে রয়েছি এবং সকল প্রকার সহযোগিতা দিতেও আমরা প্রস্তুত।’