ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বগুড়ায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
418

ডিসিনিউজ ॥ ঢাকা

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বগুড়া জেলা শাখার আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বগুড়া ওয়াইএমসিএ’র পল বেসরা অডিটোরিয়ামে।

১ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বিশেষ অতিথি খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, খ্রীষ্টান এসোসিয়েশনের বনানী থানা শাখার সেক্রেটারি পিটার রতন কোড়াইয়া, লক্ষ্মীবাজার শাখার সেক্রেটারি ভিক্টর রে, রংপুরের পীরগঞ্জ শাখার সভাপতি লিটন লাকড়া, পাবনা জেলা শাখার প্রতিনিধি স্বাধীন বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নিখিল খাঁ খাঁ ও বগুড়া ওয়াইএমসিএ’র সভাপতি অ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, ‘আমরা চাই আমাদের খ্রীষ্টান এসোসিয়েশনের শাখা সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয় হোক। অধিকার আদায়ে স্থানীয়ভাবে নিজেরা সোচ্চার হোক।’

তিনি বলেন, খ্রিষ্টভক্তরা প্যারিশ কাউন্সিলের পক্ষে অধিকার আদায়ে রাস্তায় নামতে না পারলেও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারবেন। তাই খ্রীষ্টান এসোসিয়েশনের মাধ্যমে সংগঠিত হওয়ার প্রয়োজন আছে। তিনি খ্রিষ্টীয় মূল্যবোধে খ্রিষ্টানদের জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী স্বাগত বক্তব্যে বলেন, ‘সংগঠন আমাদের ঐক্যবদ্ধ করে, প্রতিকুল অবস্থায় শক্তি সঞ্চার করে। সংখ্যালঘু হিসেবে আমাদের ভয়েস রেস করতে আমাদের সংঘঠিত হতে হবে। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন আমাদের সেই সুযোগ করে দেয়।’ তিনি খ্রীষ্টান এসোসিয়েশনের মাধ্যমে অধিকার আদায়ে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তাগণ নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়া, রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, সংগঠিত হয়ে নিজেদের অধিকার করা সহজ হয়, নির্যাতনের শিকার হলে প্রতিকার পাওয়া যায়। ধর্মীয় সংখ্যালঘু হিসেবে কোনো সমস্যা একা সমাধান করা সম্ভব না, তাই সংগঠিত হতে হবে।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মার্টিন রোনাল্ড প্রামানিক, সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি রনি ফ্রান্সিস তির্কি, সাংগঠনিক সম্পাদক দীপক এক্কা, সদস্য বিরক এক্কা, দীলিপ মারান্ডী, সৌরভ বিশ্বাস , বিভাস কুমার দেউড়ী, জন আগষ্টিন বিশ্বাস, বার্নাড তমাল মন্ডল, রীটা মন্ডল, জেমস সুদীপ্ত দেওয়ারী, মেরীনা দেওয়ারী, মার্থা বিশ্বাস, আলবার্ট সঞ্চয় বিশ্বাস, হিউবার্ট রিমন মারান্ডী, পিতর আইন্দী, জেমস সুদীপ বিশ্বাস, রত্না আইন্দী, চন্দন চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সেক্রেটারি উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা।