ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়, জাতিরজনকের ৯৭তম জন্মদিন উদযাপন

বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়, জাতিরজনকের ৯৭তম জন্মদিন উদযাপন

0
400

আজ ১৭ মার্চ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয়। সমগ্র জাতি নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে।

এ উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করে।  শুক্রবার, সকাল ৯টায় ঢাকার তেজগাঁও চার্চে এ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তেজগাঁও চার্চের ফাদার পংকজ রড্রিক্স প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর সচিব নির্মল রোজারিও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। পরে তিনি জঙ্গি ও সন্ত্রাসবাদকে পেছনে ফেলে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিশুদের আগামীর ভবিষ্যৎ আখ্যায়িত করে শিশুদের প্রতি আরও আন্তরিক ও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এর আগে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।IMG_022অন্যান্যদের মধ্যে এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, উপদেষ্টা হিউবার্ট গমেজ, যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক জনকন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার নিখিল মানখিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ডানিয়েল সিকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিউফিল রোজারিও, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, দপ্তর সম্পাদক স্বপন রোজারিও, নির্বাহী সদস্য ভিক্টর রে, এন্ড্রু শিকদারসহ খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় জাতির জনকের আত্মার চিরশান্তি কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এসএস/আরপি/আরবি/১৭ মার্চ, ২০১৭