শিরোনাম :
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা
ডিসিনিউজ || ঢাকা
স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বাংলাদেশের সাংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উচ্ছেদের হুমকির প্রতিবাদে এক মহা সমাদেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে গৌরব ৭১ নামের সংগঠন।
৫ ডিসেম্বর রাজধানীর দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গৌরব ৭১-এর সভাপতি এস এম মনিরুল ইসলাম মনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও, নাটোরের এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস, বারিস্টার তুরিন আফরোজ প্রমুখ।
প্রতিবাদ সভায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা ও কার্যনির্বাহী পরিষদের সদস্য ভিক্টর রে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রতিবাদ সভায় বলেন, পৃথিবীর মুসলিম দেশ পাকিস্তান, আফগানিস্থান ও ইরানে ভাস্কর্য আছে, অন্যান্য মুসলিম অধ্যুষিত দেশের ভাস্কর্য আছে। দেশের বিভিন্ন প্রান্তে নানা জনের ভাস্কর্য আছে। ধর্মব্যবসায়ীরা সেগুলো নিয়ে কিছু বলে না। কারণ তাদের সাধের পাকিস্তান টিকে নাই। আমাদের এ স্বাধীনতা তারা মানতে চায় না। তাই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আপত্তি জানাচ্ছে। এ দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে। কেউ বাধা দিতে পারবে না। ধর্ম ব্যবসায়ীরা বাধা দিলে সাধারণ মানুষ তাদের প্রতিরোধ করবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও সংগঠনের পক্ষে সংহতি প্রকাশ করে বলেন, ‘বঙ্গবন্ধুর কর্মী, অনুসারী এবং বাংলাদেশে অসাম্প্রদায়িক শক্তি যতদিন আছে, ততদিন বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশে নির্মাণ হবে। তাঁর আদর্শে দেশ পরিচালিত হবে- এটাই সত্য। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে যারা বিরোধীতা করছেন, তাদের তীব্র নিন্দা করছি।’
অন্যান্য বক্তারা বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি, তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বাধা দিচ্ছে। তাদের শাস্তি দাবি করে তারা।