শিরোনাম :
বঙ্গবন্ধুর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে সকল প্রার্থনাগৃহে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রার্থনার অনুরোধ
ডিসিনিউজ ।। ঢাকা
১৫ আগস্ট, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর আত্মার কল্যাণে সকল প্রার্থনাগৃহে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রার্থনার অনুরোধ করা হয়েছে।
ট্রাস্টের সচিব নির্মল রোজারিও’র একটি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে দেশবাসী কাছে এই বিশেষ প্রার্থনানুষ্ঠানের অনুরোধ জানানো হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়েরর সিদ্ধান্তের সাথে সমর্থন জানিয়ে এই দিন সকল ধর্মীয় উপাসনালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করার আহ্বান জানানো হয়।
এ দিন করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক এই প্রার্থনানুষ্ঠানের আয়োজন করার জন্য সচিব নির্মল রোজারিও অনুরোধ করেন।