শিরোনাম :
বনপাড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
নাটোরের বনপাড়া ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে এক দিনের মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বনপাড়া ক্রেডিট হলরুমে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন দন্তবিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম খান (রাসেল)।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। বনপাড়া ক্রেডিটের প্রেসিডেন্ট বাবলু কোড়াইয়া ডিসিনিউজকে বলেন, সদস্যদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে এ ক্যাম্পের আয়োজন।
তিনি বলেন, আমাদের বিভিন্ন প্রকল্প রয়েছে। স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় সদস্যদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়, এটি তারই অংশ। বছরে নুন্যতম দুইবার এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে।
ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসেন ক্লারা রোজারিও। তিনি জানান, দাঁতের চিকিৎসায় অনেক অর্থ ব্যয় করেছেন। এখানে এসেছেন ফ্রি চিকিৎসা সেবা পেতে।
আরবি/আরপি/৬ জুন, ২০১৭