শিরোনাম :
বনপাড়া ক্রেডিটে মৎস ও কৃষিবিষয়ক কর্মশালা
গ্রামীণ অর্থনীতিতে কৃষি, মৎস চাষ, পশুপালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে কৃষি বিষয়ক কর্মশালার আয়োজন করে বনপাড়া ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।
নাটোরের বনপাড়া ক্রেডিট ইউনিয়নে মৎস ও কৃষিবিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গত শনি ও রবিবার।
শনিবার বনপাড়া ক্রেডিট হলরুমে সেক্রেটারি পদ্মিনী কস্তার স্বাগত বাণী দিয়ে দুই দিনের এই কর্মসূচি শুরু হয়।
মৎস চাষে পুকুর প্রস্তুতকরণ, পুকুরে মাছ ছাড়ার পূর্বে করণীয়, কোন মাছ দ্রুতবর্ধনশীল, কোন মাছ কি সাইজের ছাড়তে হয়, খাবার কি পরিমাণে দিতে হয় এসব বিষয়ে বড়াইগ্রাম উপজেলার মৎস কর্মকর্তা মোবাশ্বীর রহমান বিপ্লব বিস্তারিত আলোচনা করেন।
অংশগ্রহণকারীদের এক প্রশ্নের উত্তরে তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকারিভাবে যেকোনো সাহায্য করবে উপজেলা মৎস অধিদপ্তর। এক্ষেত্রে সরকারিভাবে যেকোনো প্রযুক্তিগত সুবিধা বিনামূল্যে প্রদান করবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষি বিষয়ে বড়াইগ্রাম উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মাহাতাব আলী বেগ বীজ সংরক্ষণ ও কীটনাশক ছাড়া ফসল উৎপাদন প্রসঙ্গে বলেন, বীজ ভাল হলে ফসল ভাল হয়। তাই বীজ সংরক্ষণ করতে হবে যথাযথভাবে।
কীটনাশকের ব্যবহার ছাড়া ফসল উৎপাদন সম্পর্কে তিনি বলেন, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট (আই পিএম) পদ্ধতিতে কীটনাশক ছাড়া ফসল উৎপাদন সম্ভব। সমন্বিত নিয়ন্ত্রণ পদ্ধতিতে পোকা দমন করা সম্ভব কীটনাশক ছাড়া। উপকারী বন্ধুদের বাঁচিয়ে রাখতে হয় শত্রু পোকা দমন করার জন্য।
কর্মশালা সম্পর্কে বনপাড়া ক্রেডিটের প্রেসিডেন্ট বাবলু কোড়াইয়া বলেন, সদস্যদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করাই এ আয়োজনের মূল লক্ষ্য। গ্রামীণ অর্থনীতিতে কৃষি, মৎস চাষ, পশুপালন ভূমিকা রাখছে। এই লক্ষে আমরা বিভিন্ন প্রকল্প চালু করছি। এতে সদস্যরা ঋণ গ্রহণ করে সঠিক খাতে বিনিয়োগ করতে পারবে এবং অর্থনৈতিকভাবে ও স্বাবলম্বী হবে।
আরবি/আরপি/১১ জুন, ২০১৭