ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বন্যায় দুর্গতদের সাহায্য করছে কারিতাস

বন্যায় দুর্গতদের সাহায্য করছে কারিতাস

0
402
বন্যায় দুর্গতদের সাহায্য করছে কারিতাস

ডিসি নিউজ:
কাথলিক বিশপদের সংস্থা কারিতাস বাংলাদেশ বন্যায় দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
আজ (২৪ জুলাই) কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাজীপুর রাণী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তেকানী ও খাসরাজবাড়ী ইউনিয়নের ৪০০ বন্যার্ত পরিবারের মাধ্যে ত্রাণ বিরতণসহ নগদ অর্থ সহায়তা করেছে।
ত্রাণ বিরতণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপাড়া উপজেলার ইউএনও মো. সিদ্দিকুর রহমান এবং কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক সুক্লেশ জর্জ কস্তা। ত্রাণ বিতরণে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বন্যার্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণে এমপি মোহাম্মদ নাসিম।
কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক সুক্লেশ জর্জ কস্তা ডিসি নিউজকে বলেন, ‘আজ আমরা সিরাজগঞ্জের একটি উপজেলার দুইটি ইউনিয়নে ৪০০ পরিবারে ত্রাণ দিয়েছি। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ ও নগদ ১৫০০ টাকা। বন্যার্তরা অনেক কষ্টে দিন অতিবাহিত করছেন।’
প্রসঙ্গত, কারিতাস বাংলাদেশ বর্তমানে ছয়টি লক্ষ্যকে সামনে রেখে তার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। যেখানে সমাজ কল্যাণ, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিবেশ এবং আদিবাসীদের উন্নয়ন অন্যতম। এ সমস্ত লক্ষ্য অর্জনে বিভিন্ন সমাজ ও কমিউনিটি উন্নয়ন সভা, সেমিনার, কারিগরি ও দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্ম-কর্মসংস্থানে সহায়তা, শিক্ষায় আর্থিক ও উপকরণ সহায়তা, ত্যাগ ও সেবা কাজে অভিযান কর্মসূচি, জৈব কৃষিতে সহায়তা, পানি ও পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি চর্চায় সহায়তা, বন্যা ও খরা মোকাবেলায় জনগণকে শক্তিশালীকরণ, আদিবাসীদের আর্থ-সামাজিক ও সাংগঠনিক উন্নয়ন ইত্যাদি কার্যক্রম চলমান রেখেছে।

আরো পড়ুন: বাড্ডায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হৃদয় গ্রেফতার

কারিতাস বাংলাদেশ বান্দরবান ও গাইবান্ধায়ও বন্যায় দুর্গতদের সাহায্য করার কথা রয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে বন্যার কারণে গত ১২ দিনে বিভিন্ন জেলায় মারা গেছে কমপক্ষে ৮৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক হিসাবে এই তথ্য জানিয়েছে। তাদের রিপোর্টে বলা হয়, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জামালপুর জেলায়। সেখানে ২৯ জন মারা গেছে। বন্যার সময় পানিতে ডুবে, সাপের কামড়ে, বজ্রপাতে ও অন্যান্য কারণে এইসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
এসসি/আরপি/২৪/০৭/২০১৯

আরো পড়ুন:

ঘরে বসে অনলাইনে আয় করছেন খ্রীষ্টিনা

বিদেশে মেধাবী ছাত্র-ছাত্রীরা চলে গেলে সমাজ একসময় মেধাশূন্যতায় ভুগবে: পংকজ গিলবার্ট কস্তা

উচ্চ মাধ্যমিকে খ্রিষ্টান মিশনারী কলেজগুলোর ভাল ফলাফল