শিরোনাম :
বরিশালে শ্রদ্ধা ভরে পালিত হচ্ছে ভাষা শহীদ দিবস
গভীর শ্রদ্ধা ভরে বরিশালে পালিত হচ্ছে ভাষা শহীদ দিবস ‘একুশে ফেব্রুয়ারি’।
‘সফল হউক’ ভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারি’ এই স্লোগান নিয়ে বিনম্র শ্রদ্ধায় এবার বরিশালে পালন করা হয় আর্ন্তজাতিক মহান মাতৃভাষা দিবস।
গতকাল থেকেই বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সাজিয়ে তোলা হয়। প্রথম প্রহর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সাংগঠনিক দল, সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
মাইকে বাজছে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। খালি পায়ে ছোট বড় সকলেই সারি বেধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে ভাষা শহীদদের। আয়োজন করা হয়ে বিচিত্রা অনুষ্ঠানের।
৫২’র ভাষা আন্দোলনে প্রাণ হারানো শহীদ রফিক, শফিক, সালাম, বরকতদের বীরত্ব গাথা নিয়ে বাঙালি বিনম্রচিত্তে শহীদ বেদি তলে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছে গর্ব ভরে।
আরবি.আরপি.২১ ফেব্রুয়ারি, ২০১৮