ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বরিশাল বিভাগের সেরা জয়িতা পাঁচজন

বরিশাল বিভাগের সেরা জয়িতা পাঁচজন

0
399

জীবনে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রাখায় ২০১৭-১৮ সালের বরিশাল বিভাগের সেরা জয়িতা হলেন পাঁচ নারী।

রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে এ পাঁচ জয়িতাকে সম্মাননা দেয় বিভাগীয় প্রশাসন।

পাঁচ নারী অশ্রুসিক্ত কণ্ঠে তাদের জীবন সংগ্রামের কথা জানান অনুষ্ঠানে। জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের মাকসুদা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পিরোজপুরের কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের প্রিয়ংবদা ভট্টাচার্য্য, সফল জননী ঝালকাঠী শহরের রোনাসল রোডের আনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করা পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার হাসিনা আক্তার এবং সমাজ উন্নয়নে অনন্য অবদান রাখা বরগুনার তালতলী উপজেলার নমিষেপাড়া গ্রামের মায়া রাখাইন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেন, দেশবাসী ভাগ্যবান। কারণ গত ১০ বছর ধরে দেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই প্রধানমন্ত্রী নিজেই একজন জয়িতা।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের জীবন সংগ্রামের কথা শোনান পাঁচ জয়িতা।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মো. মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান ও উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল প্রমুখ।

আরবি.বিজি. ২৬ সেপ্টেম্বর ২০১৮