ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি অবহেলা ও বৈষম্য হতে দেয়া হবেনা’

‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি অবহেলা ও বৈষম্য হতে দেয়া হবেনা’

0
247

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনা হলের প্রভোস্ট দিল আফরোজ খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. একে এম মাহবুব হাসান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় নারী দিবসে সকল নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, আপনারা কখনো নিজেদেরকে ছোট ও দুর্বল ভাববেন না, কেননা আপনারা মায়ের জাতি। প্রতিটি ধর্মেই নারীর অবদানের কথা বলা হয়েছে। নারী দিবসকে একটি নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর ব্যাপকতা ও গভীরতা বছরের প্রতিটি দিনই উপলব্ধি করতে হবে। তিনি বলেন, যে সকল নারীরা গৃহের অভ্যন্তরীন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন তাদের অবদানের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাদেরকে হাউজ মেকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাঁর সরকার নারীর কল্যানে সব ধরনের কাজ করে যাচ্ছে। উপাচার্য আরও বলেন, আমি যতদিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে আছি ততদিন আমার এ বিশ্ববিদ্যালয়ে কোন নারীর প্রতি অবহেলা ও বৈষম্য হতে দেয়া হবেনা। আলোচনা সভায় শেখ হাসিনা হলের হাউজ টিউটর ও সহকারী হাউজ টিউটর সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরবি/ আরপি/ ১৩ মার্চ, ২০১৭