শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিনদেশী পতাকা উত্তোলনে নিষেধাজ্ঞা
চলতি বছরের জুন মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০১৮। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ভিনদেশীয় পতাকা উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফুটবলের এ উন্মাদনায় অনেকেই বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র ভিনদেশী বিভিন্ন পতাকা উত্তোলন করছেন যা সম্পূর্ণরূপে পতাকা আইন অনুযায়ী নিষিদ্ধ।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সবাইকে অনুরোধ করা হয়েছে ভিনদেশী কোনো পতাকা যেনো বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা না হয়। উত্তোলন করা হলে কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদা সমূন্নত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরবি.আরপি. ৩০ মে ২০১৮