ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বর্ণ শেখার শুরু ভাষা দিবস

বর্ণ শেখার শুরু ভাষা দিবস

0
704
পাবনার আঞ্চলিক গণশিল্পী সংস্থার আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আবহমান বাংলার শিক্ষারম্ভের লৌকিক অনুষ্ঠান ‘হাতেখড়ি ‘।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার আঞ্চলিক গণশিল্পী সংস্থার ও পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবাজিত নাগ, গণশিল্পী সংস্থার সহ সভাপতি প্রফেসর মাহমুদা পারভীন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.হাবিবুল্লাহ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.আব্দুল আলিম,অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতিন, বাংলাদেশ গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মোসফেকা জাহান কণিকা সহ পাবনার সুধীজন।
অনুষ্ঠানে যেসব শিশু সবেমাত্র বর্ণ শিখছে, স্কুলে যায়না সেসব শিশুদের এ অনুষ্ঠানে সনদপত্র দেওয়া হয়।মহান ভাষা দিবসের শিক্ষা আরম্ভকরে লৌকিক অনুষ্ঠান হিসেবে প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে গণশিল্পী সংস্থা।
বাংলাদেশ গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মোসফেকা জাহান কণিকা বলেন, ‘একসময় আমাদের ঐতিহ্য ছিল শিশুরা যখন স্কুলেযেত অভিভাবকরা তাদের আশির্বাদ স্কুলে পাঠাতেন । সেই ঐতিহ্য, সংস্কৃতি হারিয়ে যাচ্ছে ।তাই আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে শিশুদের শুভেচ্ছা জানাই যেন পরবর্তী জীবনের মসৃণ পথের সূচনা করে দিতে পারি।’
 
 আরবি.আরপি.২২ ফেব্রুয়ারি, ২০১৮