ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ০১ জানুয়ারী ২০২৫
বাংলা : ১৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বাংলাদেশস্থ ভাতিকানের চার্জ দি এফেয়ারস মন্সিনিওর মারিনকো এন্টোলভিকের ঢাকা ক্রেডিট পরিদর্শন

বাংলাদেশস্থ ভাতিকানের চার্জ দি এফেয়ারস মন্সিনিওর মারিনকো এন্টোলভিকের ঢাকা ক্রেডিট পরিদর্শন

0
249
চার্জ দি এফেয়ারস মন্সিনিয়র মারিনকো ঢাকা ক্রেডিটের কার্যক্রমের প্রশংসা করেন।

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিট পরিদর্শন করলেন বাংলাদেশস্থ ভাতিকানের চার্জ দি এফেয়ারস মন্সিনিওর মারিনকো এন্টোলভিক। এ সময় তার সফরসঙ্গী ছিলেন দূতাবাসের অফিস সেক্রেটারি সিস্টার কল্যাণী পালমা, সিস্টারস অব চ্যারিটি।

১৩ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও উর্ধ্বতন কর্মীবৃন্দের সাথে তিনি এক আলোচনায় মিলিত হন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, এডিশনাল প্রধান নির্বাহী কর্মকর্তা শীরেন সিলভেস্টার গমেজ ও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সিও স্বপন রোজারিও প্রমুখ।

ঢাকা ক্রেডিট পরিদর্শন করলেন বাংলাদেশস্থ ভাতিকানের চার্জ দি এফেয়ারস মন্সিনিওর মারিনকো এন্টোলভিক।

আলোচনা সভায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট চার্জ দি এফেয়ারস মন্সিনিয়র মারিনকোকে ঢাকা ক্রেডিটে আগমনের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প সম্পর্কে ধারণা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের আলোচনা করেন। সেই সাথে ঢাকা ক্রেডিট কিভাবে খ্রীষ্টান সমাজের উন্নয়নে অবদান রাখছে, সেই বিষয়েও ব্যাখ্যা দেন।

আলোচনা সভায় চার্জ দি এফেয়ারস মন্সিনিয়র মারিনকো ঢাকা ক্রেডিটের কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে ঢাকা ক্রেডিটের নির্মিতব্য ডিভাইন মার্সি হাসপাতালের মতো প্রকল্পের জন্য ধন্যবাদ ও সন্তুষ্টি প্রকাশ করেন।