ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ প্রণব মুখার্জি

বাংলাদেশের কাছে কৃতজ্ঞ প্রণব মুখার্জি

0
376

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ায় বাংলাদেশের কাছে কৃতজ্ঞ বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ভারতে সফররত বাংলাদেশের ১০০ সদস্যের ইয়ুথ ডেলিগেশন টিম সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় রাষ্ট্রপতি ভবনের দরবার হলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডেলিগেশন টিমের সদস্যের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বক্তব্যও দেন ভারতের রাষ্ট্রপতি।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সেই ব্রিটিশ আমল থেকে। এই দুই দেশের শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক বিকাশে তরুণদের নিয়ে এগিয়ে যেতে হবে।

inner_bg20161205220943

২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়া সম্মানসূচক ডিগ্রির জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন প্রণব মুখার্জি।

‘হান্ড্রেড-মেম্বার বাংলাদেশি ইয়ং ডেলিগেশন’ নামে এ টিমে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের তরুণ সাংবাদিক ছাড়াও রয়েছেন তরুণ প্রকৌশলী, শিল্পী ও মঞ্চকর্মী।

ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আমন্ত্রণে রোববার (০৪ ডিসেম্বর) দেশটিতে সফরে গেছেন ইয়ুথ ডেলিগেশন টিমের সদস্যরা। টিমে রয়েছেন ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ৫০ জন পুরুষ, আছেন ৫০ নারী সদস্য।

সফরে ভারতের ইতিহাস-ঐতিহ্যে অত্যন্ত সমৃদ্ধ রাজধানী নয়াদিল্লি, আগ্রা, আহমেদাবাদ ও কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করছেন তারা।

২০১২ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে সফল বাংলাদেশের ১০০ তরুণকে এ সুযোগ দিয়ে আসছে ভারত সরকার।

 

আরবি/আরপি/ ৫ ডিসেম্বর, ২০১৬