ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা খেলাধুলা বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

0
1836

আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা সিরিজের তারিখ চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ৩ টেস্ট ও ৩ ওয়ানডের সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারি মাসে নিউ জিল্যান্ডে যাবে বাংলাদেশ।

টেস্টের জগতে বাংলাদেশের দেড় যুগের পথচলায় এটি হবে মাত্র চতুর্থ তিন ম্যাচের সিরিজ। ২০০৩ সালে পাকিস্তান সফরে প্রথমবার ৩ ম্যাচের সিরিজ খেলার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ২০০৭ সালে খেলেছিল শ্রীলঙ্কায়। আর সবশেষ ২০১৪ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে।

২০১৬-১৭ মৌসুমের নিউ জিল্যান্ড সফরের মতো মতো এবারও ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে টেস্ট খেলবে বাংলাদেশ। সঙ্গে বাড়তি যোগ হয়েছে হ্যামিল্টন। তবে সেই সফরে মতো এবারও সফর শুরু ওয়ানডে দিয়ে।

১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে হবে নেপিয়ারে। গতবারের সফরে এখানে প্রথম টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ।

গতবার সফর শুরু হয়েছিল যেখানে, সেই ক্রাইস্টচার্চে এবার দ্বিতীয় ওয়ানডে, ১৬ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি শেষ ওয়ানডে ডানেডিনে।

নিউ জিল্যান্ডে বাংলাদেশের গতবারের সফর ছিল ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্টের। এবার নেই কোনো টি-টোয়েন্টি।

২৮ ফেব্রুয়ারি টেস্ট সিরিজ শুরু হ্যামিল্টনে। ৮ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে। ১৬ মার্চ থেকে তৃতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।

ঠাসা সূচির আগামী ক্রিকেট মৌসুমে উপমহাদেশের আরও দুই দল শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে সিরিজ খেলবে নিউ জিল্যান্ড।

ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট, তিন ওয়ানডে ও ১ টি-টোয়েন্টির সফরে যাবে শ্রীলঙ্কা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৫ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সফরে যাবে ভারত।