ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক বাংলাদেশে বিশেষ দূত পাঠাচ্ছেন সু চি

বাংলাদেশে বিশেষ দূত পাঠাচ্ছেন সু চি

0
370

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে কথা বলতে অং সান সু   চি  খুব শীঘ্রই ঢাকায় তাঁর এক বিশেষ দূত পাঠাচ্ছেন ।

পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা হাজার-হাজার রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ অবস্থা জানার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সূ চি’র বিশেষ দূত দ্রুতই বাংলাদেশ সফরে আসছেন।

বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।  মিয়ানমারের রাষ্ট্রদূত এসময় তথ্যটি বাংলাদেশকে অবহিত করেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন,” উনি বলেছেন ওনাদের একজন স্পেশাল এনভয় আসবেন। ওনারা শীঘ্রই আমাদের জানাবেন কবে আসবেন।”

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যা-ধর্ষণ-দমন-পীড়ন-নির্যাতন বন্ধে কোন ভূমিকা না রাখায় আন্তর্জাতিক সম্প্রদায় সু চি’র তীব্র সমালোচনা করছে।

rohingaa_1বাংলাদেশের তরফ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে যে, রাখাইন রাজ্যে গত কয়েক মাসে রোহিঙ্গাদের উপর দমন-নিপীড়নের ঘটনায় প্রায় ৫০ হাজার মিয়ানমারের নাগরিক বাংলাদেশে পালিয়ে এসেছে।

বাংলাদেশর পররাষ্ট্র দপ্তর মিয়ানমারের রাষ্ট্রদূতকে আরও জানিয়েছে, সেদেশ থেকে পালিয়ে আসা নাগরিকদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে আরও বলা হয়েছে, গত মঙ্গলবার বাংলাদেশি জেলেদের একটি নৌকায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলি করার ঘটনায় একটি প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে।

পররাষ্ট্র সচিব জানান, জেলেরা বাংলাদেশর জলসীমায় অবস্থান করার পরেও মিয়ানমারের বাহিনী তাদের গুলিবর্ষণ করে।

এসএন/আরপি/আরবি/২৯ ডিসেম্বর, ২০১৬